Ajker Patrika

বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১১: ৪৮
বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের সদস্যরা। গতকাল রোববার রাতে বগুড়া শহরতলির মাটিডালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কইল গ্রামের তায়নাল হোসেনের ছেলে।

র‌্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ২০০৯ সালে ২৬ সেপ্টেম্বর হিলি সীমান্ত থেকে প্রাইভেট কারে করে ২৭০ বোতল ফেনসিডিল নিয়ে আসার সময় সকাল ৭টার দিকে মাটিডালী মোড় এলাকায় বগুড়া সদর থানা-পুলিশের হাতে ধরা পড়েন আমিনুর রহমান। ওই মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে আমিনুর রহমান পলাতক ছিলেন। 

পুলিশ সুপার মীর মনির হোসেন আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে র‌্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের সদস্যরা বগুড়া শহরতলির মাটিডালী এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২টি অপহরণ মামলা ও বগুড়া দুপচাঁচিয়া থানায় ৩টি মাদক মামলা রয়েছে। আজ সোমবার সকালে আমিনুর রহমানকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত