বগুড়া প্রতিনিধি

বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রশিবিরের চার কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে বগুড়া শহরের জামিলনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন সাদিক, তোফায়েল আহম্মেদ, তুহিন ও সৌরভ। তাঁরা বগুড়া সরকারি আজিজুল হক ও সরকারি শাহসুলতান কলেজ ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। জামিলনগর এলাকায় বিভিন্ন ছাত্রাবাসে থাকেন তাঁরা।
বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী জানান, বুধবার রাত ১০টার দিকে জামিলনগর এলাকায় ছাত্রাবাসের সামনে সড়কে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন ছাত্র। তখন জামিলনগর এলাকার জিহাদ ও মুন্না নামের দুই যুবক অটোরিকশাযোগে সেখানে পৌঁছান। সড়কে দাঁড়িয়ে থাকায় রিকশা চলাচলে ব্যাহত হচ্ছে বলে ছাত্রদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তাঁরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে জিহাদ ও মুন্না ছাত্রদের ছুরি দিয়ে আঘাত করেন। এতে চারজন আহত হন।
এদিকে চার ছাত্রকে ছুরি দিয়ে আঘাত করার খবর জানাজানি হলে আশপাশের বিভিন্ন ছাত্রাবাস থেকে ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে জিহাদ ও মুন্নার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাউন্সিলর বলেন, আহতরা ছাত্রশিবিরের সাধারণ কর্মী। তাঁরা ছাত্রাবাসে থেকে লেখাপড়া করেন। অন্যদিকে জিহাদ ও মুন্না এলাকার চিহ্নিত সন্ত্রাসী। জিহাদ একটি হত্যা মামলায় কারাগারে ছিলেন। কিছুদিন আগে জামিনে বের হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন।
বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল বলেন, ঘটনার পর পুলিশ এলাকায় গিয়ে জিহাদ ও মুন্নার বাড়িতে কাউকে পায়নি। ভাঙচুরের পর বাড়িতে তালা দিয়ে পরিবারের সবাই পালিয়ে গেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রশিবিরের চার কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে বগুড়া শহরের জামিলনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন সাদিক, তোফায়েল আহম্মেদ, তুহিন ও সৌরভ। তাঁরা বগুড়া সরকারি আজিজুল হক ও সরকারি শাহসুলতান কলেজ ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। জামিলনগর এলাকায় বিভিন্ন ছাত্রাবাসে থাকেন তাঁরা।
বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী জানান, বুধবার রাত ১০টার দিকে জামিলনগর এলাকায় ছাত্রাবাসের সামনে সড়কে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন ছাত্র। তখন জামিলনগর এলাকার জিহাদ ও মুন্না নামের দুই যুবক অটোরিকশাযোগে সেখানে পৌঁছান। সড়কে দাঁড়িয়ে থাকায় রিকশা চলাচলে ব্যাহত হচ্ছে বলে ছাত্রদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তাঁরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে জিহাদ ও মুন্না ছাত্রদের ছুরি দিয়ে আঘাত করেন। এতে চারজন আহত হন।
এদিকে চার ছাত্রকে ছুরি দিয়ে আঘাত করার খবর জানাজানি হলে আশপাশের বিভিন্ন ছাত্রাবাস থেকে ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে জিহাদ ও মুন্নার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাউন্সিলর বলেন, আহতরা ছাত্রশিবিরের সাধারণ কর্মী। তাঁরা ছাত্রাবাসে থেকে লেখাপড়া করেন। অন্যদিকে জিহাদ ও মুন্না এলাকার চিহ্নিত সন্ত্রাসী। জিহাদ একটি হত্যা মামলায় কারাগারে ছিলেন। কিছুদিন আগে জামিনে বের হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন।
বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল বলেন, ঘটনার পর পুলিশ এলাকায় গিয়ে জিহাদ ও মুন্নার বাড়িতে কাউকে পায়নি। ভাঙচুরের পর বাড়িতে তালা দিয়ে পরিবারের সবাই পালিয়ে গেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে