Ajker Patrika

করোনামুক্ত হলেন রাজশাহীর ডিসি আব্দুল জলিল

পবা (রাজশাহী) প্রতিনিধি
করোনামুক্ত হলেন রাজশাহীর ডিসি আব্দুল জলিল

করোনাভাইরাসের সংক্রমণের কারণে বেশি কিছু দিন ধরে অসুস্থ থাকার পর করোনামুক্ত হয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় জেলা প্রশাসক নিজেই বিষয়টি নিশ্চিত করেন। 

কোভিড উপসর্গ দেখা দিলে গত রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে জেলা প্রশাসক আব্দুল জলিলের নমুনা পরীক্ষার রিপোর্ট করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। পরে হোম আইসোলেশন থেকে চিকিৎসা নেন তিনি। 

মঙ্গলবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। 

আব্দুল জলিল রাজশাহী জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে সার্বক্ষণিক মাঠে ছিলেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...