নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দিগ্রাম উপজেলার বিভিন্ন হাট-বাজারে মানুষের খাওয়ার চালের চেয়ে গোখাদ্য গমের ভুসির দাম বেশি। বাজারে এক কেজি চাল বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অন্যদিকে এক কেজি গোখাদ্য গমের ভুসি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এ ছাড়া খৈল, খুদও রয়েছে মূল্যবৃদ্ধির তালিকায়।
জানা গেছে, গোখাদ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন উপজেলার সাধারণ কৃষক ও খামারিরা। গোখাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দুধ উৎপাদন ও পশু মোটাতাজাকরণে ব্যয় বেড়েছে কৃষক ও খামারিদের। এতে করে গবাদি পশুপালনে হিমশিম খাচ্ছেন তাঁরা।
সরেজমিন বাজারে গিয়ে দেখা যায়, বর্তমানে খোলাবাজারে প্রতি কেজি গমের ভুসি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, চালের খুদ বিক্রি হচ্ছে ৩৫ টাকায় এবং খৈল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। অথচ এক কেজি চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।
এ বিষয়ে উপজেলার কৈডালা গ্রামের গোখামারি মিজানুর রহমান বলেন, ‘আমি ছোট-বড় মোট ১৮টি গরু পালন করছি। যেভাবে খৈল, ভুসি, খুদসহ গরুর সব খাবারের মূল্য বৃদ্ধি পাচ্ছে; তাতে গরু লালন-পালন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।
উপজেলার সিধইল গ্রামের কৃষক হাফিজুর রহমান বলেন, ‘আমার ৪টি গাভিসহ ৯টি গরু ছিল। খড়, খৈল, ভুসি ও খুদের যে দাম, তাতে ৫০ টাকায় দুধ বিক্রি করে পোষাচ্ছে না। এ জন্য ছয়টি গরু বিক্রি করে তিনটি গরু লালন-পালন করছি।
নন্দিগ্রাম বাজারের গোখাদ্য বিক্রেতা জাহাঙ্গীর আলম জানান, ‘আমাদের তো কিছু করার নেই। বেশি দামে গোখাদ্য কিনে আনতে হয়। তাই বেশি দামে বেচতে হয়। আগের চেয়ে বেচাবিক্রি অনেক কমে গেছে।’
এ বিষয়ে উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, ‘কৃষক ও খামারিদের সব ধরনের সেবা ও পরামর্শ আমরা দিচ্ছি। পশুখাদ্যের মূল্য বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বেড়ে যায়।’

বগুড়ার নন্দিগ্রাম উপজেলার বিভিন্ন হাট-বাজারে মানুষের খাওয়ার চালের চেয়ে গোখাদ্য গমের ভুসির দাম বেশি। বাজারে এক কেজি চাল বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অন্যদিকে এক কেজি গোখাদ্য গমের ভুসি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এ ছাড়া খৈল, খুদও রয়েছে মূল্যবৃদ্ধির তালিকায়।
জানা গেছে, গোখাদ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন উপজেলার সাধারণ কৃষক ও খামারিরা। গোখাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দুধ উৎপাদন ও পশু মোটাতাজাকরণে ব্যয় বেড়েছে কৃষক ও খামারিদের। এতে করে গবাদি পশুপালনে হিমশিম খাচ্ছেন তাঁরা।
সরেজমিন বাজারে গিয়ে দেখা যায়, বর্তমানে খোলাবাজারে প্রতি কেজি গমের ভুসি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, চালের খুদ বিক্রি হচ্ছে ৩৫ টাকায় এবং খৈল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। অথচ এক কেজি চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।
এ বিষয়ে উপজেলার কৈডালা গ্রামের গোখামারি মিজানুর রহমান বলেন, ‘আমি ছোট-বড় মোট ১৮টি গরু পালন করছি। যেভাবে খৈল, ভুসি, খুদসহ গরুর সব খাবারের মূল্য বৃদ্ধি পাচ্ছে; তাতে গরু লালন-পালন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।
উপজেলার সিধইল গ্রামের কৃষক হাফিজুর রহমান বলেন, ‘আমার ৪টি গাভিসহ ৯টি গরু ছিল। খড়, খৈল, ভুসি ও খুদের যে দাম, তাতে ৫০ টাকায় দুধ বিক্রি করে পোষাচ্ছে না। এ জন্য ছয়টি গরু বিক্রি করে তিনটি গরু লালন-পালন করছি।
নন্দিগ্রাম বাজারের গোখাদ্য বিক্রেতা জাহাঙ্গীর আলম জানান, ‘আমাদের তো কিছু করার নেই। বেশি দামে গোখাদ্য কিনে আনতে হয়। তাই বেশি দামে বেচতে হয়। আগের চেয়ে বেচাবিক্রি অনেক কমে গেছে।’
এ বিষয়ে উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, ‘কৃষক ও খামারিদের সব ধরনের সেবা ও পরামর্শ আমরা দিচ্ছি। পশুখাদ্যের মূল্য বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বেড়ে যায়।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে