নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।
আজ শনিবার বেলা ১২টায় রুয়েটের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে রুয়েট শিক্ষক সমিতি। এতে একাত্মতা প্রকাশ করে রুয়েট কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতিসহ সাধারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। বক্তব্য দেন—শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কর্মচারী সমিতির নেতা কৌশক কুমার ঘোষ, বর্ষের শিক্ষার্থী মো. মিফতাহুল জান্নাত প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন প্রভাষক সারাফাত হোসেন অভি।
মানববন্ধনে বক্তারা রুয়েটের একাডেমিক ও প্রশাসনিক স্থবিরতা কাটাতে এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগের জোর দাবি জানান।
গত বছরের ৩০ জুলাই আগের ভিসির মেয়াদ শেষ হলে রুয়েটের সর্বোচ্চ প্রশাসনিক পদটি শূন্য হয়ে যায়। এরপর রুটিন দায়িত্বে অতিরিক্ত ভিসি করা হয় অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনকে।
তবে নিয়মিত ভিসি না থাকার কারণে রুয়েটের সব কাজকর্মেই স্থবিরতা নেমে এসেছে। গত ২৮ মে শিক্ষকেরা ড. সাজ্জাদ হোসেনকে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষকদের চাপের মুখে ড. সাজ্জাদ সেদিন রাতে পদত্যাগ করেন। শিক্ষকদের অভিযোগ, ড. সাজ্জাদ অতিরিক্ত দায়িত্বে থাকায় নিয়মিত ভিসি নিয়োগ হচ্ছে না। আর নিয়মিত ভিসি না থাকায় তাঁরা পদোন্নতিও পাচ্ছেন না। ড. সাজ্জাদ পদত্যাগের পর এখন ভিসিশূন্য অবস্থায় আছে রুয়েট।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।
আজ শনিবার বেলা ১২টায় রুয়েটের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে রুয়েট শিক্ষক সমিতি। এতে একাত্মতা প্রকাশ করে রুয়েট কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতিসহ সাধারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। বক্তব্য দেন—শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কর্মচারী সমিতির নেতা কৌশক কুমার ঘোষ, বর্ষের শিক্ষার্থী মো. মিফতাহুল জান্নাত প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন প্রভাষক সারাফাত হোসেন অভি।
মানববন্ধনে বক্তারা রুয়েটের একাডেমিক ও প্রশাসনিক স্থবিরতা কাটাতে এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগের জোর দাবি জানান।
গত বছরের ৩০ জুলাই আগের ভিসির মেয়াদ শেষ হলে রুয়েটের সর্বোচ্চ প্রশাসনিক পদটি শূন্য হয়ে যায়। এরপর রুটিন দায়িত্বে অতিরিক্ত ভিসি করা হয় অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনকে।
তবে নিয়মিত ভিসি না থাকার কারণে রুয়েটের সব কাজকর্মেই স্থবিরতা নেমে এসেছে। গত ২৮ মে শিক্ষকেরা ড. সাজ্জাদ হোসেনকে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষকদের চাপের মুখে ড. সাজ্জাদ সেদিন রাতে পদত্যাগ করেন। শিক্ষকদের অভিযোগ, ড. সাজ্জাদ অতিরিক্ত দায়িত্বে থাকায় নিয়মিত ভিসি নিয়োগ হচ্ছে না। আর নিয়মিত ভিসি না থাকায় তাঁরা পদোন্নতিও পাচ্ছেন না। ড. সাজ্জাদ পদত্যাগের পর এখন ভিসিশূন্য অবস্থায় আছে রুয়েট।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে