চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

স্বেচ্ছাসেবক লীগের নেতা ও সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলায় পৌর মেয়র মোখলেসুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নির্মলেন্দু দাশ এই আদেশ দেন। এর আগে এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নাজমুল আজম আজকের পত্রিকা বলেন, ‘পৌর মেয়রের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ থাকায় জামিনের বিরোধিতা করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
আদালতে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘জেম হত্যা মামলার প্রধান আসামি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত বিচার-বিশ্লেষণ করে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা উচ্চ আদালতে যাব।’
আদালত সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগের নেতা খাইরুল আলম জেম হত্যা মামলার ৪৮ জন আসামির মধ্যে ৩৪ জন আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গত ৩০ মে উচ্চ আদালতে জামিন পাওয়া ৩২ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত ২৬ জনকে জামিন ও ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
এর আগে ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড়ে ইফতার কিনে বাড়ি ফেরার সময় খাইরুল আলম জেমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তাঁরমৃত্যু হয়। হত্যাকাণ্ডের তিন দিন পর গত ২২ এপ্রিল রাতে নিহতের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, যুবলীগের সাবেক জেলা সভাপতি ব্যবসায়ী সামিউল হক লিটন, চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপু, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীসহ ৪৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

স্বেচ্ছাসেবক লীগের নেতা ও সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলায় পৌর মেয়র মোখলেসুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নির্মলেন্দু দাশ এই আদেশ দেন। এর আগে এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নাজমুল আজম আজকের পত্রিকা বলেন, ‘পৌর মেয়রের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ থাকায় জামিনের বিরোধিতা করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
আদালতে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘জেম হত্যা মামলার প্রধান আসামি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত বিচার-বিশ্লেষণ করে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা উচ্চ আদালতে যাব।’
আদালত সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগের নেতা খাইরুল আলম জেম হত্যা মামলার ৪৮ জন আসামির মধ্যে ৩৪ জন আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গত ৩০ মে উচ্চ আদালতে জামিন পাওয়া ৩২ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত ২৬ জনকে জামিন ও ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
এর আগে ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড়ে ইফতার কিনে বাড়ি ফেরার সময় খাইরুল আলম জেমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তাঁরমৃত্যু হয়। হত্যাকাণ্ডের তিন দিন পর গত ২২ এপ্রিল রাতে নিহতের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, যুবলীগের সাবেক জেলা সভাপতি ব্যবসায়ী সামিউল হক লিটন, চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপু, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীসহ ৪৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৫ ঘণ্টা আগে