প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। বুধবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় পাবনার তিনজন, রাজশাহী, নাটোর ও নওগাঁর দুজন করে এবং চাঁপাইনবাবগঞ্জের একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী, নওগাঁ ও পাবনার একজন করে তিনজন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহী, নাটোর ও পাবনার একজন করে আরও তিনজনের করোনা নেগেটিভ থাকলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন।
অন্য চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি। মৃত ১০ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী। এদের মধ্যে ২১-৩০ বছর বয়সের মধ্যে একজন পুরুষ, ৩১-৪০ বছরের মধ্যে একজন পুরুষ, ৪১-৫০ বছরের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী; ৫১-৬০ বছরের মধ্যে দুজন নারী এবং ষাটোর্ধ্ব একজন পুরুষ ও দুজন নারী ছিলেন।
এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৭৩ জনের মৃত্যু হলো। এর আগে জুলাই মাসে ৫৩১ এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।
বুধবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। ছাড়পত্র পেয়েছেন ৩৭ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৯২ জন। উপসর্গ নিয়ে আছেন ১০৫ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৬৬ জন রোগী।
হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগীর সংখ্যা ৩৮০ জন। এর মধ্যে রাজশাহীর ১৭৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩১ জন, নাটোরের ৫৯ জন, নওগাঁর ৩৩ জন, পাবনার ৫২ জন, কুষ্টিয়ার নয়জন, মেহেরপুরের চারজন এবং বগুড়া ও চুয়াডাঙ্গার একজন করে রোগী ভর্তি ছিলেন।
সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, মঙ্গলবার আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন মিলে জেলায় মোট ৮৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৪৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৭ দশমিক ২৪ শতাংশ। আর শুধু দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ২৮ দশমিক ৮০ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। বুধবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় পাবনার তিনজন, রাজশাহী, নাটোর ও নওগাঁর দুজন করে এবং চাঁপাইনবাবগঞ্জের একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী, নওগাঁ ও পাবনার একজন করে তিনজন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহী, নাটোর ও পাবনার একজন করে আরও তিনজনের করোনা নেগেটিভ থাকলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন।
অন্য চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি। মৃত ১০ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী। এদের মধ্যে ২১-৩০ বছর বয়সের মধ্যে একজন পুরুষ, ৩১-৪০ বছরের মধ্যে একজন পুরুষ, ৪১-৫০ বছরের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী; ৫১-৬০ বছরের মধ্যে দুজন নারী এবং ষাটোর্ধ্ব একজন পুরুষ ও দুজন নারী ছিলেন।
এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৭৩ জনের মৃত্যু হলো। এর আগে জুলাই মাসে ৫৩১ এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।
বুধবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। ছাড়পত্র পেয়েছেন ৩৭ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৯২ জন। উপসর্গ নিয়ে আছেন ১০৫ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৬৬ জন রোগী।
হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগীর সংখ্যা ৩৮০ জন। এর মধ্যে রাজশাহীর ১৭৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩১ জন, নাটোরের ৫৯ জন, নওগাঁর ৩৩ জন, পাবনার ৫২ জন, কুষ্টিয়ার নয়জন, মেহেরপুরের চারজন এবং বগুড়া ও চুয়াডাঙ্গার একজন করে রোগী ভর্তি ছিলেন।
সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, মঙ্গলবার আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন মিলে জেলায় মোট ৮৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৪৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৭ দশমিক ২৪ শতাংশ। আর শুধু দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ২৮ দশমিক ৮০ শতাংশ।

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২৬ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে