প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। বুধবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় পাবনার তিনজন, রাজশাহী, নাটোর ও নওগাঁর দুজন করে এবং চাঁপাইনবাবগঞ্জের একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী, নওগাঁ ও পাবনার একজন করে তিনজন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহী, নাটোর ও পাবনার একজন করে আরও তিনজনের করোনা নেগেটিভ থাকলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন।
অন্য চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি। মৃত ১০ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী। এদের মধ্যে ২১-৩০ বছর বয়সের মধ্যে একজন পুরুষ, ৩১-৪০ বছরের মধ্যে একজন পুরুষ, ৪১-৫০ বছরের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী; ৫১-৬০ বছরের মধ্যে দুজন নারী এবং ষাটোর্ধ্ব একজন পুরুষ ও দুজন নারী ছিলেন।
এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৭৩ জনের মৃত্যু হলো। এর আগে জুলাই মাসে ৫৩১ এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।
বুধবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। ছাড়পত্র পেয়েছেন ৩৭ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৯২ জন। উপসর্গ নিয়ে আছেন ১০৫ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৬৬ জন রোগী।
হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগীর সংখ্যা ৩৮০ জন। এর মধ্যে রাজশাহীর ১৭৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩১ জন, নাটোরের ৫৯ জন, নওগাঁর ৩৩ জন, পাবনার ৫২ জন, কুষ্টিয়ার নয়জন, মেহেরপুরের চারজন এবং বগুড়া ও চুয়াডাঙ্গার একজন করে রোগী ভর্তি ছিলেন।
সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, মঙ্গলবার আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন মিলে জেলায় মোট ৮৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৪৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৭ দশমিক ২৪ শতাংশ। আর শুধু দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ২৮ দশমিক ৮০ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। বুধবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় পাবনার তিনজন, রাজশাহী, নাটোর ও নওগাঁর দুজন করে এবং চাঁপাইনবাবগঞ্জের একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী, নওগাঁ ও পাবনার একজন করে তিনজন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহী, নাটোর ও পাবনার একজন করে আরও তিনজনের করোনা নেগেটিভ থাকলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন।
অন্য চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি। মৃত ১০ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী। এদের মধ্যে ২১-৩০ বছর বয়সের মধ্যে একজন পুরুষ, ৩১-৪০ বছরের মধ্যে একজন পুরুষ, ৪১-৫০ বছরের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী; ৫১-৬০ বছরের মধ্যে দুজন নারী এবং ষাটোর্ধ্ব একজন পুরুষ ও দুজন নারী ছিলেন।
এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৭৩ জনের মৃত্যু হলো। এর আগে জুলাই মাসে ৫৩১ এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।
বুধবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। ছাড়পত্র পেয়েছেন ৩৭ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৯২ জন। উপসর্গ নিয়ে আছেন ১০৫ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৬৬ জন রোগী।
হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগীর সংখ্যা ৩৮০ জন। এর মধ্যে রাজশাহীর ১৭৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩১ জন, নাটোরের ৫৯ জন, নওগাঁর ৩৩ জন, পাবনার ৫২ জন, কুষ্টিয়ার নয়জন, মেহেরপুরের চারজন এবং বগুড়া ও চুয়াডাঙ্গার একজন করে রোগী ভর্তি ছিলেন।
সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, মঙ্গলবার আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন মিলে জেলায় মোট ৮৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৪৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৭ দশমিক ২৪ শতাংশ। আর শুধু দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ২৮ দশমিক ৮০ শতাংশ।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৩৭ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে