সিরাজগঞ্জ প্রতিনিধি

নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শুকুর আলী (৬০) নামে এক ভিক্ষুকের ৬০০ টাকা ছিনিয়ে নিয়ে বিবস্ত্র করে বাস থেকে দুর্বৃত্তরা ফেলে দিয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় ওই ভিক্ষুককে বগুড়া থেকে ঢাকাগামী বনলতা এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস থেকে ফেলে দেওয়া হয়।
ভিক্ষুক শুকুর আলী বগুড়া জেলা সদরের চক সূত্রাপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আজ শনিবার দুপুরে শুকুর আলী বলেন, ‘ভিক্ষা করার জন্য বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বনলতা এন্টারপ্রাইজ নামে একটি বাসে উঠি। কিছু দূর আসার পর কয়েকজন লোক আমাকে খাবার দেয়। সেই খাবার খাওয়ার পর আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপরের ঘটনা আর মনে নাই। জ্ঞান ফিরে দেখি আমি বিবস্ত্র অবস্থায় রাস্তার পাশে পড়ে আছি। পকেটে ভিক্ষার ৬০০ টাকা ছিল, সে টাকাগুলোও নাই।’
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, অসুস্থ অবস্থায় ওই ভিক্ষুককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয়েছিল।
চিকিৎসক আরও বলেন, ভিক্ষুক শুকুর আলীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত উপপরিদর্শক হাফিজ বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে ওই ভিক্ষুককে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় তাঁকে লুঙ্গি পরিয়ে দিয়ে খাবার খাওয়াই। এরপর তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।’

নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শুকুর আলী (৬০) নামে এক ভিক্ষুকের ৬০০ টাকা ছিনিয়ে নিয়ে বিবস্ত্র করে বাস থেকে দুর্বৃত্তরা ফেলে দিয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় ওই ভিক্ষুককে বগুড়া থেকে ঢাকাগামী বনলতা এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস থেকে ফেলে দেওয়া হয়।
ভিক্ষুক শুকুর আলী বগুড়া জেলা সদরের চক সূত্রাপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আজ শনিবার দুপুরে শুকুর আলী বলেন, ‘ভিক্ষা করার জন্য বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বনলতা এন্টারপ্রাইজ নামে একটি বাসে উঠি। কিছু দূর আসার পর কয়েকজন লোক আমাকে খাবার দেয়। সেই খাবার খাওয়ার পর আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপরের ঘটনা আর মনে নাই। জ্ঞান ফিরে দেখি আমি বিবস্ত্র অবস্থায় রাস্তার পাশে পড়ে আছি। পকেটে ভিক্ষার ৬০০ টাকা ছিল, সে টাকাগুলোও নাই।’
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, অসুস্থ অবস্থায় ওই ভিক্ষুককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয়েছিল।
চিকিৎসক আরও বলেন, ভিক্ষুক শুকুর আলীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত উপপরিদর্শক হাফিজ বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে ওই ভিক্ষুককে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় তাঁকে লুঙ্গি পরিয়ে দিয়ে খাবার খাওয়াই। এরপর তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।’

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে