বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে অটোরিকশা ভাঙচুর মামলার সন্দেহভাজন আসামি বিএনপি নেতা মিজানুর রহমান হান্নান (৫০) পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়েছেন। পরে পুলিশ প্রহরায় তাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
হান্নান গাবতলী উপজেলার দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তার নামে থানায় কোনো মামলা নেই।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাবতলী থানা-পুলিশ দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে গেলে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।
রাত ৮ টার দিকে পুলিশ তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করে।
মিজানুর রহমান হান্নানের জামাই শিমুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার শ্বশুর বিএনপির রাজনীতি করলেও তার নামে কোনো মামলা নাই। আজ শনিবার সন্ধ্যার পর তিনি উজগ্রাম বাজারে গেলে পুলিশ তাকে আটক করে।’
তিনি বলেন, ‘আমার শ্বশুর হৃদরোগে আক্রান্ত। আরও দুইবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। পুলিশ গ্রেপ্তারের পর আবারও হৃদরোগে আক্রান্ত হলে পুলিশ তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করায়। সেখানে আমার শ্বশুর সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে।’
স্বামীর অসুস্থতার খবর শুনে আমার শাশুড়ি পারভিন বেগম হাসপাতালে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন বলে জানান শিমুল।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘গত ১৬ নভেম্বর গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পাঁচ মাইল বাজারে একটি অটোরিকশা ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলায় এজাহারে মিজানুর রহমান হান্নানের নাম নেই। তবে সন্দেহভাজন হিসেবে তদন্তে তার নাম পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
ওসি আরও বলেন, ‘চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলেছি হান্নানের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।’

বগুড়ার গাবতলীতে অটোরিকশা ভাঙচুর মামলার সন্দেহভাজন আসামি বিএনপি নেতা মিজানুর রহমান হান্নান (৫০) পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়েছেন। পরে পুলিশ প্রহরায় তাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
হান্নান গাবতলী উপজেলার দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তার নামে থানায় কোনো মামলা নেই।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাবতলী থানা-পুলিশ দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে গেলে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।
রাত ৮ টার দিকে পুলিশ তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করে।
মিজানুর রহমান হান্নানের জামাই শিমুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার শ্বশুর বিএনপির রাজনীতি করলেও তার নামে কোনো মামলা নাই। আজ শনিবার সন্ধ্যার পর তিনি উজগ্রাম বাজারে গেলে পুলিশ তাকে আটক করে।’
তিনি বলেন, ‘আমার শ্বশুর হৃদরোগে আক্রান্ত। আরও দুইবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। পুলিশ গ্রেপ্তারের পর আবারও হৃদরোগে আক্রান্ত হলে পুলিশ তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করায়। সেখানে আমার শ্বশুর সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে।’
স্বামীর অসুস্থতার খবর শুনে আমার শাশুড়ি পারভিন বেগম হাসপাতালে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন বলে জানান শিমুল।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘গত ১৬ নভেম্বর গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পাঁচ মাইল বাজারে একটি অটোরিকশা ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলায় এজাহারে মিজানুর রহমান হান্নানের নাম নেই। তবে সন্দেহভাজন হিসেবে তদন্তে তার নাম পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
ওসি আরও বলেন, ‘চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলেছি হান্নানের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুধবার (১৪ জানুয়ারি) এ শোকজ করেন চট্টগ্রাম-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ।
২ মিনিট আগে
ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৪ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে