সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলার এক শিশু সন্তান জুনাইদ (৩) ঢাকার আশুলিয়া থেকে অপহৃত হয়েছে। দীর্ঘ এক সপ্তাহ পর আজ শুক্রবার মুক্তিপণ চেয়ে শিশুটির বাবার কাছে অজ্ঞাত ব্যক্তির কল এসেছে বলে জানা গেছে।
অপহরণের শিকার শিশু জুনাইদ সাঁথিয়া উপজেলার পাগলা গ্রামের শাজাহান-রাশিদা দম্পতির ছেলে।
জানা যায়, শাজাহান ও তাঁর স্ত্রী রাশিদা দম্পতি তাদের ৩ সন্তান-রাশিদুল, বায়েজিদ ও জুনাইদকে নিয়ে সাত-আট বছর আগে পাবনার সাঁথিয়া থেকে চাকরির উদ্দেশ্যে ঢাকার আশুলিয়ায় আসেন। এসে শাজাহান শ্রমিক ও রাশিদা খাতুন স্থানীয় ইয়ং ওয়ান নামের একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। এরই মধ্যে গত ৮ এপ্রিল আশুলিয়ার ইউনিক দাদা ভাই মার্কেট সংলগ্ন বাসার গেটের বাইরে থেকে তাঁদের ৩ বছরের সন্তান জুনাইদ হারিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও জুনাইদকে না পেয়ে শাজাহান ওই দিনই আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার ৭ দিন পর আজ সকালে অজ্ঞাত ব্যক্তি শাজাহানের মোবাইল ফোনে কল দিয়ে ১ এক লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় সন্তানকে জীবিত উদ্ধারে পাগলপ্রায় হয়ে পড়েছেন শিশু জুনাইদের বাবা ও মা রাশিদা।
শিশুটির বাবা শাজাহান বলেন, ‘আমার সুখের সংসারে সন্ত্রাসীরা হানা দিয়েছে। আমার সাথে এলাকার কারও খারাপ সম্পর্ক ছিল না। শুক্রবার সকাল থেকে ফোনে মুক্তিপণের জন্য অজ্ঞাত একজন টাকা দাবি করে আসছে।’
অভিযোগের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আওয়াল হোসেন বলেন, ‘নিখোঁজ ডায়েরির পর থেকেই আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। দেশের বিভিন্ন থানায় সন্ধান চেয়ে তথ্য পাঠানো হয়েছে।’
মোবাইল মুক্তিপণ দাবি করে কলের বিষয়ে এসআই বলেন, ‘টাউট বাটপারেরা দুর্বলতার সুযোগ নিয়ে শিশুটির বাবার কাছে টাকা চেয়ে থাকতে পারে।’

পাবনার সাঁথিয়া উপজেলার এক শিশু সন্তান জুনাইদ (৩) ঢাকার আশুলিয়া থেকে অপহৃত হয়েছে। দীর্ঘ এক সপ্তাহ পর আজ শুক্রবার মুক্তিপণ চেয়ে শিশুটির বাবার কাছে অজ্ঞাত ব্যক্তির কল এসেছে বলে জানা গেছে।
অপহরণের শিকার শিশু জুনাইদ সাঁথিয়া উপজেলার পাগলা গ্রামের শাজাহান-রাশিদা দম্পতির ছেলে।
জানা যায়, শাজাহান ও তাঁর স্ত্রী রাশিদা দম্পতি তাদের ৩ সন্তান-রাশিদুল, বায়েজিদ ও জুনাইদকে নিয়ে সাত-আট বছর আগে পাবনার সাঁথিয়া থেকে চাকরির উদ্দেশ্যে ঢাকার আশুলিয়ায় আসেন। এসে শাজাহান শ্রমিক ও রাশিদা খাতুন স্থানীয় ইয়ং ওয়ান নামের একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। এরই মধ্যে গত ৮ এপ্রিল আশুলিয়ার ইউনিক দাদা ভাই মার্কেট সংলগ্ন বাসার গেটের বাইরে থেকে তাঁদের ৩ বছরের সন্তান জুনাইদ হারিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও জুনাইদকে না পেয়ে শাজাহান ওই দিনই আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার ৭ দিন পর আজ সকালে অজ্ঞাত ব্যক্তি শাজাহানের মোবাইল ফোনে কল দিয়ে ১ এক লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় সন্তানকে জীবিত উদ্ধারে পাগলপ্রায় হয়ে পড়েছেন শিশু জুনাইদের বাবা ও মা রাশিদা।
শিশুটির বাবা শাজাহান বলেন, ‘আমার সুখের সংসারে সন্ত্রাসীরা হানা দিয়েছে। আমার সাথে এলাকার কারও খারাপ সম্পর্ক ছিল না। শুক্রবার সকাল থেকে ফোনে মুক্তিপণের জন্য অজ্ঞাত একজন টাকা দাবি করে আসছে।’
অভিযোগের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আওয়াল হোসেন বলেন, ‘নিখোঁজ ডায়েরির পর থেকেই আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। দেশের বিভিন্ন থানায় সন্ধান চেয়ে তথ্য পাঠানো হয়েছে।’
মোবাইল মুক্তিপণ দাবি করে কলের বিষয়ে এসআই বলেন, ‘টাউট বাটপারেরা দুর্বলতার সুযোগ নিয়ে শিশুটির বাবার কাছে টাকা চেয়ে থাকতে পারে।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৪ ঘণ্টা আগে