Ajker Patrika

নতুন তিন মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আসাদ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫: ৪৭
সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ। ছবি: সংগৃহীত
সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ। ছবি: সংগৃহীত

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে নতুন তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা তিনটিতে এজাহারভুক্ত আসামি তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল।

এ সময় তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসাদুজ্জামান আসাদকে মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শকের (জিআরও) কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

জিআরও কার্যালয় জানায়, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে এই তিনটি মামলার সবগুলোই করা হয়েছিল মোহনপুর থানায়। এর মধ্যে একটি ২৫ আগস্ট ও দুটি ২১ আগস্ট করা হয়। এসব মামলায় গ্রেপ্তার দেখাতে তাকে রাজশাহীর মোহনপুর থানার আমলী আদালতে তোলা হয়েছিল।

আদালতে এ দিন আসাদুজ্জামান আসাদের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালতের বিচারক মো. হাদিউজ্জামান জামিন নামঞ্জুর করেন।

আসাদের আইনজীবী শামীম আখতার হৃদয় বলেন, ‘আমাদের জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। আসামিকে আবার কারাগারে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট সাতটি মামলায় আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার দেখানো হলো।’

আসাদুজ্জামান আসাদকে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা
আসাদুজ্জামান আসাদকে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। গত ৫ ডিসেম্বর তাঁকে আদালতে তোলা হলে আওয়ামী লীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে ১২ ডিসেম্বর তাকে আদালতে আনা হলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম, ইটপাটকেল ও বালু নিক্ষেপ করেন।

এ জন্য বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলার সময় সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ দিন কোনো স্লোগান দেওয়া কিংবা ডিম নিক্ষেপের মতো ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত