কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

পাঁচ বছর আগে জন্মের সময়ই নাম রাখা হয়েছিল ‘কালু মাস্তান’। নামের মতোই দেহের গঠন, চোখেমুখে জৌলুস আর চলাফেরায় এক ধরনের নেতৃত্বের ছাপ। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামে খামারি আব্দুল বারিক ভূঁইয়ার আদর-যত্নে বেড়ে উঠেছে এই ফ্রিজিয়ান জাতের ৩০ মণ ওজনের বিশাল ষাঁড়টি।
গত বছর ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে তোলা হয়েছিল কালুকে। কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বাড়িতেই ফেরত আনতে হয়। এবার আবারও ঈদকে সামনে রেখে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে কালুকে। দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। তবে এখনো মেলেনি কাঙ্ক্ষিত কোনো ক্রেতা।
চোখের কোণে পানি চেপে বারিক ভূঁইয়া বলেন, "এই ক’টা বছর সন্তানের মতো করে বড় করেছি কালুকে। ভালো দাম না পেলে কষ্টটা সামাল দেওয়া কঠিন হবে। "
তিনি দাবি করেন, আশপাশের গ্রামগুলোতে এমন আকৃতি ও গড়নের ষাঁড় আর নেই। তার ভাষায়, "কালু শুধু একটা গরু না, সে আমার জীবনের একটা অধ্যায়। "
বারিক ভূঁইয়ার প্রত্যাশা, কোনো হৃদয়বান শিল্পপতি বা সচেতন মানুষ কালুকে কিনে তার ভবিষ্যৎ নিশ্চিত করবেন। "সে আমার সন্তানের মতো। বিক্রি করলেও চাই যেন ভালো থাকে। "
খামারে কালুর পাশাপাশি রয়েছে আরও একটি ষাঁড়—‘বাহাদুর’। বয়স ৪ বছর, ওজন প্রায় ২০–২২ মণ। এই ষাঁড়টির দাম ধরা হয়েছে সাড়ে ছয় লাখ টাকা।
বারিক ভূঁইয়া বলেন, “প্রতিদিন খৈল, ভূষি, ভুট্টা—এসব খরচ মিলিয়ে প্রায় দেড় থেকে দুই হাজার টাকা খরচ হয়। এখন সেটা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। ”
তবুও বুক ভরে আশায় আছেন তিনি—হয়তো কোনো এক শুভক্ষণে কোনো শুভক্রেতা নজর দেবেন তার ‘কালু মাস্তান’-এর দিকে।

পাঁচ বছর আগে জন্মের সময়ই নাম রাখা হয়েছিল ‘কালু মাস্তান’। নামের মতোই দেহের গঠন, চোখেমুখে জৌলুস আর চলাফেরায় এক ধরনের নেতৃত্বের ছাপ। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামে খামারি আব্দুল বারিক ভূঁইয়ার আদর-যত্নে বেড়ে উঠেছে এই ফ্রিজিয়ান জাতের ৩০ মণ ওজনের বিশাল ষাঁড়টি।
গত বছর ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে তোলা হয়েছিল কালুকে। কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বাড়িতেই ফেরত আনতে হয়। এবার আবারও ঈদকে সামনে রেখে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে কালুকে। দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। তবে এখনো মেলেনি কাঙ্ক্ষিত কোনো ক্রেতা।
চোখের কোণে পানি চেপে বারিক ভূঁইয়া বলেন, "এই ক’টা বছর সন্তানের মতো করে বড় করেছি কালুকে। ভালো দাম না পেলে কষ্টটা সামাল দেওয়া কঠিন হবে। "
তিনি দাবি করেন, আশপাশের গ্রামগুলোতে এমন আকৃতি ও গড়নের ষাঁড় আর নেই। তার ভাষায়, "কালু শুধু একটা গরু না, সে আমার জীবনের একটা অধ্যায়। "
বারিক ভূঁইয়ার প্রত্যাশা, কোনো হৃদয়বান শিল্পপতি বা সচেতন মানুষ কালুকে কিনে তার ভবিষ্যৎ নিশ্চিত করবেন। "সে আমার সন্তানের মতো। বিক্রি করলেও চাই যেন ভালো থাকে। "
খামারে কালুর পাশাপাশি রয়েছে আরও একটি ষাঁড়—‘বাহাদুর’। বয়স ৪ বছর, ওজন প্রায় ২০–২২ মণ। এই ষাঁড়টির দাম ধরা হয়েছে সাড়ে ছয় লাখ টাকা।
বারিক ভূঁইয়া বলেন, “প্রতিদিন খৈল, ভূষি, ভুট্টা—এসব খরচ মিলিয়ে প্রায় দেড় থেকে দুই হাজার টাকা খরচ হয়। এখন সেটা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। ”
তবুও বুক ভরে আশায় আছেন তিনি—হয়তো কোনো এক শুভক্ষণে কোনো শুভক্রেতা নজর দেবেন তার ‘কালু মাস্তান’-এর দিকে।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৬ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৬ ঘণ্টা আগে