লালপুর (নাটোর) প্রতিনিধি

আদালতে মামলার কারণে নাটোরের লালপুর উপজেলা পরিষদের সংলগ্ন সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ বন্ধ রয়েছে। এতে উপজেলার প্রধান জেলা সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গত রোববার সংযোগ সড়কে বালু ভর্তি একটি ট্রাকের চাকা গর্তে পড়ে আটকে যায়। এতে ভোগান্তিতে পড়ে যায় চালক ও যাত্রীরা।
জানা যায়, উপজেলা পরিষদের সংলগ্ন এলাকায় সেতুর নির্মাণকাজ শেষ করা হয়। কিন্তু সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ শুরু করতে গেলে স্থানীয় গোপাল চন্দ্র কুণ্ড বাধা দেন। তিনি সেখানে তার ব্যক্তিগত এক শতাংশ জমি দাবি করেন এবং গত ২৭ জুন থানায় মামলা (মামলা নম্বর-২২৬) দায়ের করেন। এ নিয়ে আদালতের নিষেধাজ্ঞার ফলে সেতুর সংযোগ সড়কের কাজ বন্ধ হয়ে যায়। এতে নির্মিত নতুন সেতু ব্যবহার করতে পারছেন না চালক ও পথচারীরা।
নাটোর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হাবিবুল আলম চুক্তি মোতাবেক ২০২০ সালের জানুয়ারি মাসে লালপুর উপজেলা পরিষদের সংলগ্ন সেতুর কাজ শুরু করে। কাজের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের এপ্রিল মাসে। প্রাক্কলন ২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। সেতুর দুই পার্শ্বে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
ট্রাকের চালক আব্দুল বারেক জানান, ডোমার থেকে বালু ভর্তি ট্রাক নিয়ে গোপালপুরে আসছিলেন। উপজেলা পরিষদের সেতুর সংযোগ রাস্তায় হঠাৎ ট্রাকের চাকা দেবে ভোগান্তিতে পড়েন। অপর একটি ট্রাকে বালু স্থানান্তর করার পর রেহাই পান।
পথচারী তালিমুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সেতুর কাজ বন্ধ থাকায় চলাচলের অসুবিধা হচ্ছে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান তিনি।
জমির দাবিতে মামলাকারী গোপাল চন্দ্র বলেন, সমঝোতার মাধ্যমে আদালতে মামলার নিষ্পত্তি করা হলে রাস্তা নির্মাণে কোনো বাঁধা থাকবে না।
ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারককারী মীর আমিরুল ইসলাম জাহান বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সেতুর উত্তর পার্শ্বে এক ব্যক্তির মালিকানা সম্পত্তি দাবিতে আদালতে মামলা থাকায় সংযোগ সড়কের নির্মাণকাজ সম্পন্ন করা যাচ্ছে না। কাজের মেয়াদ শেষ হলেও তা বাড়ানোর জন্য ঠিকাদার আবেদন করেছেন। অনুমোদন হলে বাড়তি সময় পাবেন। অন্যথায় পূর্বের চুক্তি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আদালতে মামলার কারণে নাটোরের লালপুর উপজেলা পরিষদের সংলগ্ন সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ বন্ধ রয়েছে। এতে উপজেলার প্রধান জেলা সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গত রোববার সংযোগ সড়কে বালু ভর্তি একটি ট্রাকের চাকা গর্তে পড়ে আটকে যায়। এতে ভোগান্তিতে পড়ে যায় চালক ও যাত্রীরা।
জানা যায়, উপজেলা পরিষদের সংলগ্ন এলাকায় সেতুর নির্মাণকাজ শেষ করা হয়। কিন্তু সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ শুরু করতে গেলে স্থানীয় গোপাল চন্দ্র কুণ্ড বাধা দেন। তিনি সেখানে তার ব্যক্তিগত এক শতাংশ জমি দাবি করেন এবং গত ২৭ জুন থানায় মামলা (মামলা নম্বর-২২৬) দায়ের করেন। এ নিয়ে আদালতের নিষেধাজ্ঞার ফলে সেতুর সংযোগ সড়কের কাজ বন্ধ হয়ে যায়। এতে নির্মিত নতুন সেতু ব্যবহার করতে পারছেন না চালক ও পথচারীরা।
নাটোর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হাবিবুল আলম চুক্তি মোতাবেক ২০২০ সালের জানুয়ারি মাসে লালপুর উপজেলা পরিষদের সংলগ্ন সেতুর কাজ শুরু করে। কাজের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের এপ্রিল মাসে। প্রাক্কলন ২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। সেতুর দুই পার্শ্বে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
ট্রাকের চালক আব্দুল বারেক জানান, ডোমার থেকে বালু ভর্তি ট্রাক নিয়ে গোপালপুরে আসছিলেন। উপজেলা পরিষদের সেতুর সংযোগ রাস্তায় হঠাৎ ট্রাকের চাকা দেবে ভোগান্তিতে পড়েন। অপর একটি ট্রাকে বালু স্থানান্তর করার পর রেহাই পান।
পথচারী তালিমুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সেতুর কাজ বন্ধ থাকায় চলাচলের অসুবিধা হচ্ছে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান তিনি।
জমির দাবিতে মামলাকারী গোপাল চন্দ্র বলেন, সমঝোতার মাধ্যমে আদালতে মামলার নিষ্পত্তি করা হলে রাস্তা নির্মাণে কোনো বাঁধা থাকবে না।
ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারককারী মীর আমিরুল ইসলাম জাহান বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সেতুর উত্তর পার্শ্বে এক ব্যক্তির মালিকানা সম্পত্তি দাবিতে আদালতে মামলা থাকায় সংযোগ সড়কের নির্মাণকাজ সম্পন্ন করা যাচ্ছে না। কাজের মেয়াদ শেষ হলেও তা বাড়ানোর জন্য ঠিকাদার আবেদন করেছেন। অনুমোদন হলে বাড়তি সময় পাবেন। অন্যথায় পূর্বের চুক্তি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে