Ajker Patrika

পাবনায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পাবনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাবনায় গৃহবধূ হামিদা বেগম হত্যা মামলায় তাঁর স্বামী তেজেম মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তানবির আহমেদ এ রায় প্রদান করেন। একই সঙ্গে রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তেজেম মোল্লা পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামের মৃত বাজর উদ্দিনের ছেলে। গৃহবধূ হামিদা বেগমের বাড়িও একই গ্রামে।

মামলা সূত্র জানা গেছে, ঘটনার ২০-২২ বছর আগে তেজেম মোল্লার সঙ্গে বিয়ে হয় হামিদা বেগমের। বিয়ের পর তাঁদের ঘরে দুটি সন্তান জন্মগ্রহণ করে। এরই মধ্যে তাঁদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। ২০২১ সালের ১৬ নভেম্বর ভোরে এই কলহের জেরে তেজেম মোল্লা স্ত্রী হামিদা বেগমকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে এবং উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় হামিদার মা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০২৩ সালের ২৩ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।

পাবনার পিপি অ্যাডভোকেট গোলাম সরয়ার খান জুয়েল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ মামলায় মোট ২৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। আদালতের বিচারক ফাঁসির রায় ঘোষণা করেছেন।’

মামলায় সরকারপক্ষে ছিলেন এপিপি আশরাফুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত