সিরাজগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে ট্রাকচালক ও সহকারীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে ঢাকার সাভার মডেল থানাধীন কর্ণপাড়া এলাকা থেকে সিরাজগঞ্জ র্যাব–১২ ও ৪ এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহাদাৎ হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা। আজ সোমবার সকালে র্যাব-১২ এর হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস।
র্যাব কমান্ডার বলেন, ২০১০ সালের ৪ আগস্ট ভোমরা স্থলবন্দর থেকে ট্রাকচালক মো. জয়নাল হোসেন (৪০) ও হেলপার রুবেল ঘেরাসেল (২৮) পাথরবোঝাই ট্রাক নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকার উদ্দেশ্যে রওনা করেন। ৬ আগস্ট পাথরবোঝাই ট্রাকটি ঢাকা জেলার ধামরাই থানাধীন শ্রীরামপুরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং ৭ আগস্ট মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকা থেকে উক্ত ট্রাকের চালক এবং হেলপারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত ট্রাকচালকের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মানিকগঞ্জ জেলার ঘিওর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে শাহাদাৎ হোসেনসহ ৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৩ সালের ৯ অক্টোবর শাহাদাৎ হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই শাহাদাৎ হোসেন আত্মগোপনে চলে যায় এবং সাভার থানার কর্ণপাড়া এলাকায় পরিবার নিয়ে বাস করতে থাকেন। পলাতক আসামিকে গ্রেপ্তার করতে থানা–পুলিশের পাশাপাশি র্যাবও অভিযান অব্যাহত রাখে।

মানিকগঞ্জে ট্রাকচালক ও সহকারীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে ঢাকার সাভার মডেল থানাধীন কর্ণপাড়া এলাকা থেকে সিরাজগঞ্জ র্যাব–১২ ও ৪ এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহাদাৎ হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা। আজ সোমবার সকালে র্যাব-১২ এর হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস।
র্যাব কমান্ডার বলেন, ২০১০ সালের ৪ আগস্ট ভোমরা স্থলবন্দর থেকে ট্রাকচালক মো. জয়নাল হোসেন (৪০) ও হেলপার রুবেল ঘেরাসেল (২৮) পাথরবোঝাই ট্রাক নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকার উদ্দেশ্যে রওনা করেন। ৬ আগস্ট পাথরবোঝাই ট্রাকটি ঢাকা জেলার ধামরাই থানাধীন শ্রীরামপুরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং ৭ আগস্ট মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকা থেকে উক্ত ট্রাকের চালক এবং হেলপারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত ট্রাকচালকের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মানিকগঞ্জ জেলার ঘিওর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে শাহাদাৎ হোসেনসহ ৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৩ সালের ৯ অক্টোবর শাহাদাৎ হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই শাহাদাৎ হোসেন আত্মগোপনে চলে যায় এবং সাভার থানার কর্ণপাড়া এলাকায় পরিবার নিয়ে বাস করতে থাকেন। পলাতক আসামিকে গ্রেপ্তার করতে থানা–পুলিশের পাশাপাশি র্যাবও অভিযান অব্যাহত রাখে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে