রাবি প্রতিনিধি

কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে প্রায় সাত বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন। তবে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে এ ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণা দেওয়ার কথা থাকলেও তাঁরা কমিটি না দিয়েই ক্যাম্পাস ত্যাগ করেন।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে শাখা ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিকেল সাড়ে ৫টার দিকে নেতৃত্ব নির্বাচনের ‘সাবজেক্ট কমিটির’ আলোচনা সভা হয়। ঘণ্টাব্যাপী আলোচনায় নেতৃত্ব নির্বাচনে সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে কমিটি ঘোষণা না করেই কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাস ত্যাগ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় নেতারা যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করবেন। এ বিষয়ে তাঁরা খোঁজখবর নিচ্ছেন।’ তবে কবে নাগাদ কমিটি করা হবে জানতে চাইলে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া এতে সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা।
সর্বশেষ ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ১১ ডিসেম্বর।

কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে প্রায় সাত বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন। তবে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে এ ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণা দেওয়ার কথা থাকলেও তাঁরা কমিটি না দিয়েই ক্যাম্পাস ত্যাগ করেন।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে শাখা ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিকেল সাড়ে ৫টার দিকে নেতৃত্ব নির্বাচনের ‘সাবজেক্ট কমিটির’ আলোচনা সভা হয়। ঘণ্টাব্যাপী আলোচনায় নেতৃত্ব নির্বাচনে সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে কমিটি ঘোষণা না করেই কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাস ত্যাগ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় নেতারা যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করবেন। এ বিষয়ে তাঁরা খোঁজখবর নিচ্ছেন।’ তবে কবে নাগাদ কমিটি করা হবে জানতে চাইলে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া এতে সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা।
সর্বশেষ ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ১১ ডিসেম্বর।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
৬ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে