উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রামে বজ্রপাতে একই পরিবারের ছয়জনসহ নিহত ৯ জনের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের বাড়িতে চলছে মাতম। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শিবপুরে পাঁচজন ও মাটিকোড়ায় চারজনের দাফন সম্পন্ন হয়।
আজ শুক্রবার সকালে উপজেলার শিবপুর গ্রামে গিয়ে দেখা যায় কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন নিহত শমসের আলীর স্ত্রী শান্তি খাতুন। বজ্রপাতে শুধু স্বামীই নন, ছেলে শাহীন, মেয়ের জামাই মোকাম হোসেন, নাতি মোন্নাফ হোসেন ও দেবর আফসার আলীকেও হারিয়েছেন ষাটোর্ধ্ব এই নারী। অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন এই বৃদ্ধার আরেক সন্তান জাহাঙ্গীর হোসেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিবপুর গ্রামের নিহত শমসের আলীর স্ত্রী ষাটোর্ধ্ব শান্তি খাতুন কান্না কান্না কণ্ঠে বলেন, ‘আমার পরিবারে আর কিছুই রইল না। গতকাল ঠ্যাটা পরে আমার স্বামী, সন্তান, মেয়ের জামাই, নাতিসহ পাঁচজন মারা গেছে। এই শোক আমি সইতে পাছি না।’
একই অবস্থা মাটিকোড়া গ্রামেও।এই গ্রামেরও দুই শিশুসহ চারজন নিহত হয়েছে বজ্রপাতে। নিহতদের লাশ দাফন করা হয়েছে রাতেই। নিহতদের বাড়িতে বাড়িতে চলছে শোক। এই গ্রামের নিহতরা হলো আব্দুল কুদ্দুস, শাহ আলম, রিতু খাতুন ও জান্নাতী খাতুন।
শিবপুর গ্রামের বাসিন্দা সোলেমান হোসেন বলেন, ‘শমসেরের বাড়ির পাশেই আমার বাড়ি। এদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা জানা নেই। আমরা সবাই বাকরুদ্ধ। এই পরিবারটা এখন এতই অসহায় হয়ে দাঁড়াল, তাদের আর কাজ করে পরিবার চালানোর কেউ রইল না। পরিবারটি পুরুষশূন্য হয়ে গেল।’
এদিকে নিহত দুটি গ্রাম পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তাও করেছেন এই সংসদ সদস্য। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে ধানের বীজ সংগ্রহ করার সময় বজ্রপাতে নিহত হয় একই পরিবারের পাঁচজনসহ ছয়জন। আহত হয় আরও অন্তত ছয়জন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে দুই শিশুসহ আরও তিনজন মারা যায়।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রামে বজ্রপাতে একই পরিবারের ছয়জনসহ নিহত ৯ জনের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের বাড়িতে চলছে মাতম। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শিবপুরে পাঁচজন ও মাটিকোড়ায় চারজনের দাফন সম্পন্ন হয়।
আজ শুক্রবার সকালে উপজেলার শিবপুর গ্রামে গিয়ে দেখা যায় কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন নিহত শমসের আলীর স্ত্রী শান্তি খাতুন। বজ্রপাতে শুধু স্বামীই নন, ছেলে শাহীন, মেয়ের জামাই মোকাম হোসেন, নাতি মোন্নাফ হোসেন ও দেবর আফসার আলীকেও হারিয়েছেন ষাটোর্ধ্ব এই নারী। অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন এই বৃদ্ধার আরেক সন্তান জাহাঙ্গীর হোসেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিবপুর গ্রামের নিহত শমসের আলীর স্ত্রী ষাটোর্ধ্ব শান্তি খাতুন কান্না কান্না কণ্ঠে বলেন, ‘আমার পরিবারে আর কিছুই রইল না। গতকাল ঠ্যাটা পরে আমার স্বামী, সন্তান, মেয়ের জামাই, নাতিসহ পাঁচজন মারা গেছে। এই শোক আমি সইতে পাছি না।’
একই অবস্থা মাটিকোড়া গ্রামেও।এই গ্রামেরও দুই শিশুসহ চারজন নিহত হয়েছে বজ্রপাতে। নিহতদের লাশ দাফন করা হয়েছে রাতেই। নিহতদের বাড়িতে বাড়িতে চলছে শোক। এই গ্রামের নিহতরা হলো আব্দুল কুদ্দুস, শাহ আলম, রিতু খাতুন ও জান্নাতী খাতুন।
শিবপুর গ্রামের বাসিন্দা সোলেমান হোসেন বলেন, ‘শমসেরের বাড়ির পাশেই আমার বাড়ি। এদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা জানা নেই। আমরা সবাই বাকরুদ্ধ। এই পরিবারটা এখন এতই অসহায় হয়ে দাঁড়াল, তাদের আর কাজ করে পরিবার চালানোর কেউ রইল না। পরিবারটি পুরুষশূন্য হয়ে গেল।’
এদিকে নিহত দুটি গ্রাম পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তাও করেছেন এই সংসদ সদস্য। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে ধানের বীজ সংগ্রহ করার সময় বজ্রপাতে নিহত হয় একই পরিবারের পাঁচজনসহ ছয়জন। আহত হয় আরও অন্তত ছয়জন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে দুই শিশুসহ আরও তিনজন মারা যায়।

নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
৩ মিনিট আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে