ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালুঘাটের ব্যবসা নিয়ে ঈশ্বরদী ও নাটোরের লালপুর উপজেলার যুবলীগ সমর্থিত দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের পদ্মানদীর পাড়ে এ ঘটনা ঘটে।
হামলায় ঈশ্বরদীর রবিউল ইসলাম রবু (৪০) নামে এক যুবলীগ কর্মী গুরুতর আহত হন। হামলাকারীরা তাকে অস্ত্রের মুখে ঈশ্বরদীর পদ্মা নদীর ঘাট থেকে তুলে নিয়ে নির্যাতন করে। আহত যুবলীগ কর্মী রবিউল ইসলাম উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল গ্রামের কাশেম মন্ডলের ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতা ইমতিয়াজ চৌধুরী মিলনের সহযোগী।
লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) জামাল মিঞা আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নৌপুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদীর সাঁড়াঘাট ও লালপুরের বালুঘাটের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতা ইমতিয়াজ চৌধুরী মিলনের সঙ্গে লালপুর এলাকার যুবলীগ কর্মী কাকনের দ্বন্দ্ব চলছিল।
আজ শুক্রবার দুপুরে সাঁড়া ইউনিয়নের পদ্মানদী ঘাটে যুবলীগ নেতা মিলনের সহযোগীরা ঘাটে বসে কাজ করছিল। এ সময় হঠাৎ লালপুরের দিক থেকে নদীপথে দুটি স্পিডবোটে ১৫-২০ জন যুবক অস্ত্রসহ ঈশ্বরদীর সাঁড়াঘাট নদীপাড়ে এসে মিলনের সহযোগীদের ওপর হামলা ও মারধর করে। একপর্যায়ে রবিউল ইসলামকে তারা ঘাট থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
টের পেয়ে মিলন চৌধুরীর লোকজন রবিউলকে উদ্ধারের জন্য নদীর চর এলাকায় গেলে প্রতিপক্ষরা সেখান থেকে পালিয়ে যায়। একই সঙ্গে খবর পেয়ে টহলরত নৌ-পুলিশের সদস্যরা লালপুরের সীমানাবর্তী নদীর চর এলাকা থেকে আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দিয়ে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।
লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশের পরিদর্শক (এসআই) জামাল বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাত বর্গকিলোমিটারের মধ্যে নদী থেকে বালু উত্তোলন নিষিদ্ধ হলেও কিছু ব্যবসায়ী জোরপূর্বক বালু উত্তোলন করছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিপূর্বে কয়েকবার সংঘর্ষ, ধাওয়া-ধাওয়া ও গোলাগুলি হয়। আজ একইভাবে হামলাকারীরা স্পিড বোর্ড নিয়ে এসে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
ঘটনা সম্পর্কে জানতে যুবলীগ নেতা মিলন চৌধুরী ও কাকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালুঘাটের ব্যবসা নিয়ে ঈশ্বরদী ও নাটোরের লালপুর উপজেলার যুবলীগ সমর্থিত দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের পদ্মানদীর পাড়ে এ ঘটনা ঘটে।
হামলায় ঈশ্বরদীর রবিউল ইসলাম রবু (৪০) নামে এক যুবলীগ কর্মী গুরুতর আহত হন। হামলাকারীরা তাকে অস্ত্রের মুখে ঈশ্বরদীর পদ্মা নদীর ঘাট থেকে তুলে নিয়ে নির্যাতন করে। আহত যুবলীগ কর্মী রবিউল ইসলাম উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল গ্রামের কাশেম মন্ডলের ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতা ইমতিয়াজ চৌধুরী মিলনের সহযোগী।
লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) জামাল মিঞা আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নৌপুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদীর সাঁড়াঘাট ও লালপুরের বালুঘাটের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতা ইমতিয়াজ চৌধুরী মিলনের সঙ্গে লালপুর এলাকার যুবলীগ কর্মী কাকনের দ্বন্দ্ব চলছিল।
আজ শুক্রবার দুপুরে সাঁড়া ইউনিয়নের পদ্মানদী ঘাটে যুবলীগ নেতা মিলনের সহযোগীরা ঘাটে বসে কাজ করছিল। এ সময় হঠাৎ লালপুরের দিক থেকে নদীপথে দুটি স্পিডবোটে ১৫-২০ জন যুবক অস্ত্রসহ ঈশ্বরদীর সাঁড়াঘাট নদীপাড়ে এসে মিলনের সহযোগীদের ওপর হামলা ও মারধর করে। একপর্যায়ে রবিউল ইসলামকে তারা ঘাট থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
টের পেয়ে মিলন চৌধুরীর লোকজন রবিউলকে উদ্ধারের জন্য নদীর চর এলাকায় গেলে প্রতিপক্ষরা সেখান থেকে পালিয়ে যায়। একই সঙ্গে খবর পেয়ে টহলরত নৌ-পুলিশের সদস্যরা লালপুরের সীমানাবর্তী নদীর চর এলাকা থেকে আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দিয়ে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।
লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশের পরিদর্শক (এসআই) জামাল বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাত বর্গকিলোমিটারের মধ্যে নদী থেকে বালু উত্তোলন নিষিদ্ধ হলেও কিছু ব্যবসায়ী জোরপূর্বক বালু উত্তোলন করছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিপূর্বে কয়েকবার সংঘর্ষ, ধাওয়া-ধাওয়া ও গোলাগুলি হয়। আজ একইভাবে হামলাকারীরা স্পিড বোর্ড নিয়ে এসে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
ঘটনা সম্পর্কে জানতে যুবলীগ নেতা মিলন চৌধুরী ও কাকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
১ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে