নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অফিস থেকে ধরে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী তিন কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছেন কতিপয় ব্যক্তি। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে তাঁদের মতিহার থানায় হস্তান্তর করা হয়।
তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাবরক্ষক দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ, উপপরিচালক আমিনুল হক রাসেল ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার পঙ্কজ কুমার।
জানা গেছে, আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অফিস চলাকালে অভিযুক্ত ব্যক্তিদের নিজ নিজ দপ্তর থেকে ধরে নিয়ে আসেন জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি নামক সংগঠনের সদস্যরা।
তাঁদের দাবি, এই তিনজন জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানোর পর তাঁদের থানায় সোপর্দ করা হয়।
সংগঠনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত সপ্তাহে আমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত দাবি জানিয়েছিলাম, অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আজকে আমাদের কথার কোনো গুরুত্ব দেননি। ফলে আমরা নিজেরাই পদক্ষেপ নিতে বাধ্য হই। যাঁদের সোপর্দ করেছি তাঁরা সবাই এজাহারভুক্ত আসামি এবং আওয়ামী লীগের সমর্থক।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। তাই তাঁদের থানায় নিয়ে আসা হয়েছে। যেহেতু বোয়ালিয়া থানায় মামলা রয়েছে, আমরা তাঁদের সেখানেই পাঠাব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আজকের ঘটনাটি আমার অজান্তে ঘটেছে। যদি জানতাম, তাঁদের নিজ নিজ অফিস ডেস্ক থেকে এভাবে ধরে আনা হচ্ছে, তাহলে অনুমতি দিতাম না। যাঁর বিরুদ্ধে মামলা আছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিক, কিন্তু বাইরের কেউ এসে বিশ্ববিদ্যালয়ে কাউকে এভাবে তুলে নিয়ে যাবে—এটা গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতেও তা হতে দেওয়া হবে না।’

অফিস থেকে ধরে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী তিন কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছেন কতিপয় ব্যক্তি। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে তাঁদের মতিহার থানায় হস্তান্তর করা হয়।
তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাবরক্ষক দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ, উপপরিচালক আমিনুল হক রাসেল ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার পঙ্কজ কুমার।
জানা গেছে, আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অফিস চলাকালে অভিযুক্ত ব্যক্তিদের নিজ নিজ দপ্তর থেকে ধরে নিয়ে আসেন জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি নামক সংগঠনের সদস্যরা।
তাঁদের দাবি, এই তিনজন জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানোর পর তাঁদের থানায় সোপর্দ করা হয়।
সংগঠনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত সপ্তাহে আমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত দাবি জানিয়েছিলাম, অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আজকে আমাদের কথার কোনো গুরুত্ব দেননি। ফলে আমরা নিজেরাই পদক্ষেপ নিতে বাধ্য হই। যাঁদের সোপর্দ করেছি তাঁরা সবাই এজাহারভুক্ত আসামি এবং আওয়ামী লীগের সমর্থক।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। তাই তাঁদের থানায় নিয়ে আসা হয়েছে। যেহেতু বোয়ালিয়া থানায় মামলা রয়েছে, আমরা তাঁদের সেখানেই পাঠাব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আজকের ঘটনাটি আমার অজান্তে ঘটেছে। যদি জানতাম, তাঁদের নিজ নিজ অফিস ডেস্ক থেকে এভাবে ধরে আনা হচ্ছে, তাহলে অনুমতি দিতাম না। যাঁর বিরুদ্ধে মামলা আছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিক, কিন্তু বাইরের কেউ এসে বিশ্ববিদ্যালয়ে কাউকে এভাবে তুলে নিয়ে যাবে—এটা গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতেও তা হতে দেওয়া হবে না।’

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে