প্রতিনিধি, ধুনট (বগুড়া)

ধুনট উপজেলায় নয়টি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে। গ্রামের মসজিদের উন্নয়নকাজে চাঁদা না দেওয়ায় তাঁদের সমাজচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। নিজেদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। কোরবানির মাংসও পাননি তাঁরা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামে ১৪৫টি পরিবার নিয়ে একটি সমাজ। ওই সমাজের নেতৃত্ব দেন মাসুদ সরকারসহ আরও কয়েকজন মাতব্বর। তিন বছর আগে গ্রামের জামে মসজিদের উন্নয়নকাজের জন্য সমাজের সব পরিবারের নামে সামর্থ্য অনুযায়ী চাঁদা ধরা হয়। কিন্তু এই চাঁদার টাকা দিতে রাজি হয়নি নয়টি পরিবার। এ কারণে তাদের একঘরে করার ঘোষণা দেন প্রধান মাতব্বর মাসুদ সরকার। পরিবারগুলোর প্রধান হলেন–জাহাঙ্গীর আলম, ফটিক সরকার, বাবু মিয়া, সোরাব আলী, বেহুলা বেগম, আবুল কালাম, শহিদুল ইসলাম, আলমগীর হোসেন ও হেলাল উদ্দিন। কোরবানির ঈদের আগে ফেরার চেষ্টা করলেও মাতব্বররা তাতে রাজি হয়নি।
ভুক্তভোগী এক পরিবারের প্রধান জাহাঙ্গীর আলম জানান, সামর্থ্য না থাকায় গ্রামের মসজিদের উন্নয়নের চাঁদার টাকা দিতে পারেননি। এ জন্য সমাজের মাতব্বরেরা তাঁদের সমাজচ্যুত করেছেন। এবার কোরবানির ঈদের আগে তাঁরা সমাজে ফেরার জন্য মাতব্বরদের অনুরোধ করেছেন। কিন্তু কেউ রাজি হননি। কোরবানির মাংসও দেয়নি। গ্রামের অন্য পরিবারগুলোর মতো স্বাভাবিক জীবনযাপন করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তাঁরা।
তবে সমাজচ্যুত পরিবারগুলোর অভিযোগ অস্বীকার করেছে প্রধান মাতব্বর মাসুদ সরকার। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে ওই পরিবারগুলো। পরিবারগুলো এক সময় তাঁদের সমাজে ছিল। সামাজিকভাবে দ্বন্দ্বের সৃষ্টি হওয়ায় তাঁরা সমাজ থেকে বের হয়ে যান। বর্তমানে কোন সমাজের সঙ্গে আছে তা তিনি জানেন না।
মরিচতলা গ্রামের নয়টি পরিবারকে সমাজচ্যুত করার বিষয়টি নিয়ে মাতব্বরদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল।

ধুনট উপজেলায় নয়টি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে। গ্রামের মসজিদের উন্নয়নকাজে চাঁদা না দেওয়ায় তাঁদের সমাজচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। নিজেদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। কোরবানির মাংসও পাননি তাঁরা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামে ১৪৫টি পরিবার নিয়ে একটি সমাজ। ওই সমাজের নেতৃত্ব দেন মাসুদ সরকারসহ আরও কয়েকজন মাতব্বর। তিন বছর আগে গ্রামের জামে মসজিদের উন্নয়নকাজের জন্য সমাজের সব পরিবারের নামে সামর্থ্য অনুযায়ী চাঁদা ধরা হয়। কিন্তু এই চাঁদার টাকা দিতে রাজি হয়নি নয়টি পরিবার। এ কারণে তাদের একঘরে করার ঘোষণা দেন প্রধান মাতব্বর মাসুদ সরকার। পরিবারগুলোর প্রধান হলেন–জাহাঙ্গীর আলম, ফটিক সরকার, বাবু মিয়া, সোরাব আলী, বেহুলা বেগম, আবুল কালাম, শহিদুল ইসলাম, আলমগীর হোসেন ও হেলাল উদ্দিন। কোরবানির ঈদের আগে ফেরার চেষ্টা করলেও মাতব্বররা তাতে রাজি হয়নি।
ভুক্তভোগী এক পরিবারের প্রধান জাহাঙ্গীর আলম জানান, সামর্থ্য না থাকায় গ্রামের মসজিদের উন্নয়নের চাঁদার টাকা দিতে পারেননি। এ জন্য সমাজের মাতব্বরেরা তাঁদের সমাজচ্যুত করেছেন। এবার কোরবানির ঈদের আগে তাঁরা সমাজে ফেরার জন্য মাতব্বরদের অনুরোধ করেছেন। কিন্তু কেউ রাজি হননি। কোরবানির মাংসও দেয়নি। গ্রামের অন্য পরিবারগুলোর মতো স্বাভাবিক জীবনযাপন করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তাঁরা।
তবে সমাজচ্যুত পরিবারগুলোর অভিযোগ অস্বীকার করেছে প্রধান মাতব্বর মাসুদ সরকার। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে ওই পরিবারগুলো। পরিবারগুলো এক সময় তাঁদের সমাজে ছিল। সামাজিকভাবে দ্বন্দ্বের সৃষ্টি হওয়ায় তাঁরা সমাজ থেকে বের হয়ে যান। বর্তমানে কোন সমাজের সঙ্গে আছে তা তিনি জানেন না।
মরিচতলা গ্রামের নয়টি পরিবারকে সমাজচ্যুত করার বিষয়টি নিয়ে মাতব্বরদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে