Ajker Patrika

বাজেটে হিজড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বাজেটে হিজড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দের দাবি

আসন্ন বাজেটে হিজড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে ‘দিনের আলো হিজড়া সংঘ’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ দাবি জানায়। 

দ্বাদশ জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জুন। এই বাজেটেই হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় মানুষদের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। 

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হিজড়া জনগোষ্ঠীর মিস পলি। তিনি বলেন, ‘দেশে তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা ১ লাখের বেশি। কিন্তু সমাজসেবা অধিদপ্তরের হিসাবে মাত্র ১০-১২ হাজার। সরকার ২০১৪ সালে হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। কিন্তু স্বীকৃতি পাওয়ার পরও নানা মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। তাই আসন্ন বাজেটে তিনি এ জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ দাবি করছি।’ 

সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিজড়া সুলতানা আহমেদ সাগরিকা বলেন, ‘হিজড়ারা মাত্র ৬০০ টাকা ভাতা পান। এই টাকা দিয়ে কী কেনা যায়? অথচ অনেক খাতে অনেক টাকা ভাতা দেওয়া হচ্ছে। হিজড়াদের ভাতা বাড়ানোর দাবি জানাই।’ তিনি জনপ্রতিনিধি হিসেবে আসন্ন রাজশাহী সিটি করপোরেশনের বাজেটে তাদের এই জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ চাইবেন বলেও জানান। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি জয়িতা মোহনা মুহিন, কোষাধ্যক্ষ মিস জুলি, মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মৌসুমী খাতুন, প্রোগ্রাম অফিসার রায়হানুল হক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত