সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুরে চার কলেজছাত্রের ওপর হামলার ঘটনা ঘটেছে। হাতুড়ি ও ছুরি দিয়ে তাঁদের আঘাত করা হয়েছে। তাঁরা বর্তমানে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
আহতরা হলেন, এনায়েতপুর খামারগ্রাম ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র মাহিদুল ইসলাম, তাঁর বন্ধু ইউসুফ, হাসান ও মনিরুল ইসলাম।
আজ শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত কলেজছাত্ররা বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে আমরা চার বন্ধু কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। আমরা সাবেক এমপি আব্দুল মমিন মণ্ডলের বাড়ি কাছে পৌঁছালে ৪০–৫০ জন আওয়ামী লীগের লোক ধারালো ছুরি, হাতুড়ি, চাকু নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা জয়বাংলার স্লোগান দিয়ে হাতুড়ি ও ধারালো ছুরি দিয়ে আঘাত করে। হামলাকারীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদের লোক। সবাই আওয়ামী লীগের নেতা–কর্মী। তবে কী কারণে তারা হামলা করেছে তা বলতে পারেননি ছাত্ররা।
অভিযোগের বিষয়ে শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁদ মিয়া বলেন, ‘ছাত্রদের দুই পক্ষের মধ্যে বিরোধ। এরই জেরে হামলার ঘটনা ঘটেছে বলে আমি জানতে পেরেছি। হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। গত দুই বছর হলো দলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই।’
আহত ছাত্র মাহিদুল ইসলামের চাচা হাজী হাবিল বলেন, ‘কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগের লোকজন ছাত্রদের ওপর হামলা করেছে। হাসপাতালের সার্টিফিকেট নিয়ে মামলা করব। এ বিষয়ে প্রস্তুতি চলছে।’
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ বলেন, হামলার ঘটনা ঘটেছে জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

সিরাজগঞ্জের এনায়েতপুরে চার কলেজছাত্রের ওপর হামলার ঘটনা ঘটেছে। হাতুড়ি ও ছুরি দিয়ে তাঁদের আঘাত করা হয়েছে। তাঁরা বর্তমানে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
আহতরা হলেন, এনায়েতপুর খামারগ্রাম ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র মাহিদুল ইসলাম, তাঁর বন্ধু ইউসুফ, হাসান ও মনিরুল ইসলাম।
আজ শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত কলেজছাত্ররা বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে আমরা চার বন্ধু কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। আমরা সাবেক এমপি আব্দুল মমিন মণ্ডলের বাড়ি কাছে পৌঁছালে ৪০–৫০ জন আওয়ামী লীগের লোক ধারালো ছুরি, হাতুড়ি, চাকু নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা জয়বাংলার স্লোগান দিয়ে হাতুড়ি ও ধারালো ছুরি দিয়ে আঘাত করে। হামলাকারীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদের লোক। সবাই আওয়ামী লীগের নেতা–কর্মী। তবে কী কারণে তারা হামলা করেছে তা বলতে পারেননি ছাত্ররা।
অভিযোগের বিষয়ে শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁদ মিয়া বলেন, ‘ছাত্রদের দুই পক্ষের মধ্যে বিরোধ। এরই জেরে হামলার ঘটনা ঘটেছে বলে আমি জানতে পেরেছি। হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। গত দুই বছর হলো দলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই।’
আহত ছাত্র মাহিদুল ইসলামের চাচা হাজী হাবিল বলেন, ‘কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগের লোকজন ছাত্রদের ওপর হামলা করেছে। হাসপাতালের সার্টিফিকেট নিয়ে মামলা করব। এ বিষয়ে প্রস্তুতি চলছে।’
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ বলেন, হামলার ঘটনা ঘটেছে জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।
৭ মিনিট আগে
কুমিল্লার হোমনায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়ির প্রয়াত সানু দাসের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপা ও ২০ হাজার টাকা লুটে নিয়েছে।
১২ মিনিট আগে
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
১৬ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে