নাটোর প্রতিনিধি

নাটোরের সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা খন্দকার নবীউর রহমান পিপলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নবীউর রহমান পিপলু দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সাংবাদিকতায় সক্রিয় ছিলেন। তিনি একুশে টেলিভিশন ও দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
জানা গেছে, নবীউর রহমান পিপলু কয়েক মাস ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজির বিভাগীয় প্রধান রক্তরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম মুর্শেদ জামান মিঞার অধীনে চিকিৎসাধীন ছিলেন। ৪ মে গুরুতর অসুস্থ অবস্থা ঢাকায় ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার রাতে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। আজ সকালে তিনি মারা যান।
পিপলুর ছোট ভাই নাইমুর রহমান রনি বলেন, ‘বড় ভাই আজ সকাল সাড়ে ১০টায় এ এম জেড হাসপাতালে মারা গেছেন। তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন। বোনম্যারো-সংক্রান্ত জটিলতা ছিল তার। আমাদের ভাইদের মাঝে পিপলু ভাই সবার বড় ছিলেন। বাড়িতে তাঁর স্ত্রী রয়েছেন। তাঁর কোনো সন্তান নেই। আমরাই ছিলাম তাঁর সন্তানের মতো। আজই তাঁকে নাটোরে নিয়ে নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হবে।’
জানা গেছে, সাংবাদিক নবীউর রহমান পিপলু ১৯৫৭ সালের ১০ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ভারতে প্রশিক্ষণ গ্রহণ শেষে মহান মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুর রশিদের চাকরির সুবাদে তিনি সপরিবারে নাটোরে আসেন। ১৯৮১ সালে দৈনিক জনতা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন নবীউর রহমান পিপলু। তিনি নিঃসন্তান ছিলেন। একুশে টেলিভিশনের জন্মলগ্ন থেকে শুরু করে শেষনিশ্বাস পর্যন্ত তিনি নাটোর প্রতিনিধির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি একুশে টেলিভিশন ও দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নাটোরের সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা খন্দকার নবীউর রহমান পিপলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নবীউর রহমান পিপলু দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সাংবাদিকতায় সক্রিয় ছিলেন। তিনি একুশে টেলিভিশন ও দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
জানা গেছে, নবীউর রহমান পিপলু কয়েক মাস ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজির বিভাগীয় প্রধান রক্তরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম মুর্শেদ জামান মিঞার অধীনে চিকিৎসাধীন ছিলেন। ৪ মে গুরুতর অসুস্থ অবস্থা ঢাকায় ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার রাতে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। আজ সকালে তিনি মারা যান।
পিপলুর ছোট ভাই নাইমুর রহমান রনি বলেন, ‘বড় ভাই আজ সকাল সাড়ে ১০টায় এ এম জেড হাসপাতালে মারা গেছেন। তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন। বোনম্যারো-সংক্রান্ত জটিলতা ছিল তার। আমাদের ভাইদের মাঝে পিপলু ভাই সবার বড় ছিলেন। বাড়িতে তাঁর স্ত্রী রয়েছেন। তাঁর কোনো সন্তান নেই। আমরাই ছিলাম তাঁর সন্তানের মতো। আজই তাঁকে নাটোরে নিয়ে নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হবে।’
জানা গেছে, সাংবাদিক নবীউর রহমান পিপলু ১৯৫৭ সালের ১০ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ভারতে প্রশিক্ষণ গ্রহণ শেষে মহান মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুর রশিদের চাকরির সুবাদে তিনি সপরিবারে নাটোরে আসেন। ১৯৮১ সালে দৈনিক জনতা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন নবীউর রহমান পিপলু। তিনি নিঃসন্তান ছিলেন। একুশে টেলিভিশনের জন্মলগ্ন থেকে শুরু করে শেষনিশ্বাস পর্যন্ত তিনি নাটোর প্রতিনিধির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি একুশে টেলিভিশন ও দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১৯ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
২০ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৩৬ মিনিট আগে