নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মধ্যরাতে রাজশাহীর পবায় যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। দরজা ভেদ করে একটি গুলি বাড়ির ভেতরে ঢোকে। এতে আহত হন মিন্টুর বাবা আলাউদ্দিন (৬০)। গুলিটি তাঁর কোমরে লাগে। পরদিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি।
ঘটনাটি ঘটে ১৪ জানুয়ারি উপজেলার ভুগরইল গ্রামে। এ ঘটনার ১০ মিনিট আগে নগরীর এয়ারপোর্ট থানার সামনে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের আলাপচারিতার একটি ভিডিওর খোঁজ মিলেছে।
এটি দেখার পর আজ বুধবার থানার সামনে বিক্ষোভ করেন যুবদলের নেতা-কর্মীরা। এ সময় থানার সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কের এক লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে নেতা-কর্মীরা নগরীর ভুগরইল বটতলার মোড়ে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এয়ারপোর্ট থানার সামনে যান। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেরিয়ে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এরপর নেতা-কর্মীরা চলে যান।
বিক্ষোভকারীরা জানান, ১৪ জানুয়ারি রাতে একটি আপস-মীমাংসার জন্য দুই পক্ষ এয়ারপোর্ট থানায় বসেছিল। সেখানে ছিলেন যুবদল নেতা মিন্টুও। রাতে তিনি থানা থেকে যাওয়ার পরই তাঁর বাড়িতে গুলি চালানো হয়। যারা গুলি করে, তারাও ওই রাতে আপস-মীমাংসার জন্য থানায় এসেছিল। ঘটনার ১০ মিনিট আগেও কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে থানার সামনে তাদের আলাপ করতে দেখা গেছে।
জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি বলেন, ‘আমরা এখনই বলছি না যে পুলিশের সঙ্গে আলোচনা করে গিয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে। তবে আমরা ভিডিও পেয়েছি, তাতে দেখা যাচ্ছে, থানার সামনে সাদাপোশাকে থাকা কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে সন্ত্রাসীরা কথা বলছে। এ থেকে বোঝা যায়, পুলিশ তাদের প্রত্যেককে চেনে। এয়ারপোর্ট থানা-পুলিশ যেন শাহমখদুম থানার মামলার তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করে, সেই দাবি নিয়ে আমরা থানার সামনে মহাসড়ক অবরোধ করেছিলাম।’
সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ভিডিওর বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তারা দুই পক্ষকে নিয়ে সেদিন (১৪ জানুয়ারি) রাতে আপস-মীমাংসার জন্য বসেছিল। সুন্দরভাবে আপস-মীমাংসা হওয়ার পরে তারা চলে যায়। তারপর কে কী ঘটনা ঘটিয়েছে, তার জন্য পুলিশের ওপর দায় আসতে পারে না। তবু বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’
ফারুক হোসেন আরও বলেন, ‘আজ ১৩০-১৪০ জন থানার সামনে মহাসড়ক অবরোধ করেছিলেন। আমি তাঁদের বুঝিয়ে বলি যে মামলা তদন্ত হচ্ছে শাহমখদুম থানায়। এই থানার সামনে বিক্ষোভ করা যুক্তিসংগত নয়। তাঁদের বুঝিয়ে বলেছি, তদন্ত কর্মকর্তা কোনো সহায়তা চাইলে অবশ্যই করা হবে। এর ১০-১৫ মিনিট পর বিক্ষোভ শেষ করে তাঁরা চলে গেছেন।’
উল্লেখ্য, এ ঘটনায় রাজশাহীর শাহমখদুম থানায় ৩৭ জনের নামে একটি মামলা করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত মো. আব্দুল্লাহ (২৬) ও মো. ওবায়দুল (২২) নামের দুজনকে গ্রেপ্তার করেছে।

মধ্যরাতে রাজশাহীর পবায় যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। দরজা ভেদ করে একটি গুলি বাড়ির ভেতরে ঢোকে। এতে আহত হন মিন্টুর বাবা আলাউদ্দিন (৬০)। গুলিটি তাঁর কোমরে লাগে। পরদিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি।
ঘটনাটি ঘটে ১৪ জানুয়ারি উপজেলার ভুগরইল গ্রামে। এ ঘটনার ১০ মিনিট আগে নগরীর এয়ারপোর্ট থানার সামনে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের আলাপচারিতার একটি ভিডিওর খোঁজ মিলেছে।
এটি দেখার পর আজ বুধবার থানার সামনে বিক্ষোভ করেন যুবদলের নেতা-কর্মীরা। এ সময় থানার সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কের এক লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে নেতা-কর্মীরা নগরীর ভুগরইল বটতলার মোড়ে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এয়ারপোর্ট থানার সামনে যান। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেরিয়ে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এরপর নেতা-কর্মীরা চলে যান।
বিক্ষোভকারীরা জানান, ১৪ জানুয়ারি রাতে একটি আপস-মীমাংসার জন্য দুই পক্ষ এয়ারপোর্ট থানায় বসেছিল। সেখানে ছিলেন যুবদল নেতা মিন্টুও। রাতে তিনি থানা থেকে যাওয়ার পরই তাঁর বাড়িতে গুলি চালানো হয়। যারা গুলি করে, তারাও ওই রাতে আপস-মীমাংসার জন্য থানায় এসেছিল। ঘটনার ১০ মিনিট আগেও কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে থানার সামনে তাদের আলাপ করতে দেখা গেছে।
জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি বলেন, ‘আমরা এখনই বলছি না যে পুলিশের সঙ্গে আলোচনা করে গিয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে। তবে আমরা ভিডিও পেয়েছি, তাতে দেখা যাচ্ছে, থানার সামনে সাদাপোশাকে থাকা কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে সন্ত্রাসীরা কথা বলছে। এ থেকে বোঝা যায়, পুলিশ তাদের প্রত্যেককে চেনে। এয়ারপোর্ট থানা-পুলিশ যেন শাহমখদুম থানার মামলার তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করে, সেই দাবি নিয়ে আমরা থানার সামনে মহাসড়ক অবরোধ করেছিলাম।’
সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ভিডিওর বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তারা দুই পক্ষকে নিয়ে সেদিন (১৪ জানুয়ারি) রাতে আপস-মীমাংসার জন্য বসেছিল। সুন্দরভাবে আপস-মীমাংসা হওয়ার পরে তারা চলে যায়। তারপর কে কী ঘটনা ঘটিয়েছে, তার জন্য পুলিশের ওপর দায় আসতে পারে না। তবু বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’
ফারুক হোসেন আরও বলেন, ‘আজ ১৩০-১৪০ জন থানার সামনে মহাসড়ক অবরোধ করেছিলেন। আমি তাঁদের বুঝিয়ে বলি যে মামলা তদন্ত হচ্ছে শাহমখদুম থানায়। এই থানার সামনে বিক্ষোভ করা যুক্তিসংগত নয়। তাঁদের বুঝিয়ে বলেছি, তদন্ত কর্মকর্তা কোনো সহায়তা চাইলে অবশ্যই করা হবে। এর ১০-১৫ মিনিট পর বিক্ষোভ শেষ করে তাঁরা চলে গেছেন।’
উল্লেখ্য, এ ঘটনায় রাজশাহীর শাহমখদুম থানায় ৩৭ জনের নামে একটি মামলা করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত মো. আব্দুল্লাহ (২৬) ও মো. ওবায়দুল (২২) নামের দুজনকে গ্রেপ্তার করেছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৬ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে