বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের জানাজায় গিয়ে তোপের মুখে পড়েন দলটির জেলা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অনীল কুমার সরকার। নেতা–কর্মীরা তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন।
আজ বৃহস্পতিবার বাঘা মডেল উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা বাবুলের জানাজায় এ ঘটনা ঘটে।
জানাজায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনীল কুমার সরকারকে চলে যেতে বলা হলে তিনি কাউকে কিছু না বলে চলে যান সেখান থেকে। এ বিষয়ে জানতে তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাংগঠনিক দায়িত্ব থেকে মরহুম বাবুলকে শেষ শ্রদ্ধা ও পরিবারকে সমবেদনা জানাতে সেখানে গিয়েছিলাম। এর মধ্যে পুঠিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুস সামাদ আমাকে কিছু বুঝে ওঠার আগে জানাজার মাঠ থেকে চলে যেতে বলে। তবে বিষয়টি দুঃখজনক। সেখান থেকে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি।’
এ বিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘চার দিন থেকে আশরাফুল ইসলাম বাবুল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকার পরও হাসপাতালে দেখতে যাননি তিনি। নেতা–কর্মীরা এ ক্ষোভ থেকে তাঁকে জানাজার মাঠ থেকে চলে যেতে বলেছেন। তাৎক্ষণিক সেখান থেকে চলে যান তিনি।’
জানাজায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বাবুল হত্যার বিষয়ে গোপনে যারা মদদ দিয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। হত্যাকারীদের মদদদাতা প্রত্যেকেই বিচারের আওতায় আনা হবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, এমপি আসাদুজ্জামান আসাদ ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু কেন জানাজায় আসেনি। তাদের সৎ সাহস নেই। তাই তারা এই জানাজায় উপস্থিত হয়নি। তাদের নামে মামলা করা হবে এবং প্রয়োজনে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
জানাজায় আওয়ামী লীগ নেতা বাবুলের বড় ছেলে আশিক জাবেদ বলেন, ‘দেশবাসীর কাছে পৌর মেয়র আক্কাছ আলীসহ বাবার হত্যাকারী সব আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতার আনার দাবি জানাই।’
জানাজায় বাবুলের স্ত্রী বেবি বেগম বলেন, ‘আমার স্বামী কেমন মানুষ ছিলেন আপনারা সবাই জানেন। এই হত্যাকাণ্ডে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিচার দাবি জানাই।’

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের জানাজায় গিয়ে তোপের মুখে পড়েন দলটির জেলা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অনীল কুমার সরকার। নেতা–কর্মীরা তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন।
আজ বৃহস্পতিবার বাঘা মডেল উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা বাবুলের জানাজায় এ ঘটনা ঘটে।
জানাজায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনীল কুমার সরকারকে চলে যেতে বলা হলে তিনি কাউকে কিছু না বলে চলে যান সেখান থেকে। এ বিষয়ে জানতে তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাংগঠনিক দায়িত্ব থেকে মরহুম বাবুলকে শেষ শ্রদ্ধা ও পরিবারকে সমবেদনা জানাতে সেখানে গিয়েছিলাম। এর মধ্যে পুঠিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুস সামাদ আমাকে কিছু বুঝে ওঠার আগে জানাজার মাঠ থেকে চলে যেতে বলে। তবে বিষয়টি দুঃখজনক। সেখান থেকে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি।’
এ বিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘চার দিন থেকে আশরাফুল ইসলাম বাবুল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকার পরও হাসপাতালে দেখতে যাননি তিনি। নেতা–কর্মীরা এ ক্ষোভ থেকে তাঁকে জানাজার মাঠ থেকে চলে যেতে বলেছেন। তাৎক্ষণিক সেখান থেকে চলে যান তিনি।’
জানাজায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বাবুল হত্যার বিষয়ে গোপনে যারা মদদ দিয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। হত্যাকারীদের মদদদাতা প্রত্যেকেই বিচারের আওতায় আনা হবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, এমপি আসাদুজ্জামান আসাদ ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু কেন জানাজায় আসেনি। তাদের সৎ সাহস নেই। তাই তারা এই জানাজায় উপস্থিত হয়নি। তাদের নামে মামলা করা হবে এবং প্রয়োজনে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
জানাজায় আওয়ামী লীগ নেতা বাবুলের বড় ছেলে আশিক জাবেদ বলেন, ‘দেশবাসীর কাছে পৌর মেয়র আক্কাছ আলীসহ বাবার হত্যাকারী সব আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতার আনার দাবি জানাই।’
জানাজায় বাবুলের স্ত্রী বেবি বেগম বলেন, ‘আমার স্বামী কেমন মানুষ ছিলেন আপনারা সবাই জানেন। এই হত্যাকাণ্ডে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিচার দাবি জানাই।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে