বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের জানাজায় গিয়ে তোপের মুখে পড়েন দলটির জেলা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অনীল কুমার সরকার। নেতা–কর্মীরা তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন।
আজ বৃহস্পতিবার বাঘা মডেল উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা বাবুলের জানাজায় এ ঘটনা ঘটে।
জানাজায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনীল কুমার সরকারকে চলে যেতে বলা হলে তিনি কাউকে কিছু না বলে চলে যান সেখান থেকে। এ বিষয়ে জানতে তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাংগঠনিক দায়িত্ব থেকে মরহুম বাবুলকে শেষ শ্রদ্ধা ও পরিবারকে সমবেদনা জানাতে সেখানে গিয়েছিলাম। এর মধ্যে পুঠিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুস সামাদ আমাকে কিছু বুঝে ওঠার আগে জানাজার মাঠ থেকে চলে যেতে বলে। তবে বিষয়টি দুঃখজনক। সেখান থেকে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি।’
এ বিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘চার দিন থেকে আশরাফুল ইসলাম বাবুল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকার পরও হাসপাতালে দেখতে যাননি তিনি। নেতা–কর্মীরা এ ক্ষোভ থেকে তাঁকে জানাজার মাঠ থেকে চলে যেতে বলেছেন। তাৎক্ষণিক সেখান থেকে চলে যান তিনি।’
জানাজায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বাবুল হত্যার বিষয়ে গোপনে যারা মদদ দিয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। হত্যাকারীদের মদদদাতা প্রত্যেকেই বিচারের আওতায় আনা হবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, এমপি আসাদুজ্জামান আসাদ ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু কেন জানাজায় আসেনি। তাদের সৎ সাহস নেই। তাই তারা এই জানাজায় উপস্থিত হয়নি। তাদের নামে মামলা করা হবে এবং প্রয়োজনে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
জানাজায় আওয়ামী লীগ নেতা বাবুলের বড় ছেলে আশিক জাবেদ বলেন, ‘দেশবাসীর কাছে পৌর মেয়র আক্কাছ আলীসহ বাবার হত্যাকারী সব আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতার আনার দাবি জানাই।’
জানাজায় বাবুলের স্ত্রী বেবি বেগম বলেন, ‘আমার স্বামী কেমন মানুষ ছিলেন আপনারা সবাই জানেন। এই হত্যাকাণ্ডে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিচার দাবি জানাই।’

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের জানাজায় গিয়ে তোপের মুখে পড়েন দলটির জেলা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অনীল কুমার সরকার। নেতা–কর্মীরা তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন।
আজ বৃহস্পতিবার বাঘা মডেল উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা বাবুলের জানাজায় এ ঘটনা ঘটে।
জানাজায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনীল কুমার সরকারকে চলে যেতে বলা হলে তিনি কাউকে কিছু না বলে চলে যান সেখান থেকে। এ বিষয়ে জানতে তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাংগঠনিক দায়িত্ব থেকে মরহুম বাবুলকে শেষ শ্রদ্ধা ও পরিবারকে সমবেদনা জানাতে সেখানে গিয়েছিলাম। এর মধ্যে পুঠিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুস সামাদ আমাকে কিছু বুঝে ওঠার আগে জানাজার মাঠ থেকে চলে যেতে বলে। তবে বিষয়টি দুঃখজনক। সেখান থেকে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি।’
এ বিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘চার দিন থেকে আশরাফুল ইসলাম বাবুল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকার পরও হাসপাতালে দেখতে যাননি তিনি। নেতা–কর্মীরা এ ক্ষোভ থেকে তাঁকে জানাজার মাঠ থেকে চলে যেতে বলেছেন। তাৎক্ষণিক সেখান থেকে চলে যান তিনি।’
জানাজায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বাবুল হত্যার বিষয়ে গোপনে যারা মদদ দিয়েছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। হত্যাকারীদের মদদদাতা প্রত্যেকেই বিচারের আওতায় আনা হবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, এমপি আসাদুজ্জামান আসাদ ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু কেন জানাজায় আসেনি। তাদের সৎ সাহস নেই। তাই তারা এই জানাজায় উপস্থিত হয়নি। তাদের নামে মামলা করা হবে এবং প্রয়োজনে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
জানাজায় আওয়ামী লীগ নেতা বাবুলের বড় ছেলে আশিক জাবেদ বলেন, ‘দেশবাসীর কাছে পৌর মেয়র আক্কাছ আলীসহ বাবার হত্যাকারী সব আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতার আনার দাবি জানাই।’
জানাজায় বাবুলের স্ত্রী বেবি বেগম বলেন, ‘আমার স্বামী কেমন মানুষ ছিলেন আপনারা সবাই জানেন। এই হত্যাকাণ্ডে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিচার দাবি জানাই।’

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৩৫ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১ ঘণ্টা আগে