বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে নাজমুল হক (৩৬) নামের এক যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলার বাজিতপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার রাতে এ ঘটনায় জড়িত তিনজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন ভুক্তভোগী নাজমুল হক।
আসামিরা হলেন—উপজেলার বাজিতপুর উত্তরপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৪৫), হাফিজুল ইসলামের ছেলে তৌফিকুল ইসলাম তুষার (২২), স্ত্রী তাহমিনা আক্তার তারমিনা (৩৮)।
নাজমুল হক বলেন, ‘অভিযুক্তরা আমার প্রতিবেশী। বিভিন্নভাবে তাঁরা আমার পরিবারকে জ্বালায়। তাদের কলাগাছের পাতা এসে আমার বাড়ির উঠান অন্ধকার করে রাখে। রোববার সকালে সেই কলাগাছের পাতা কেটে পরিষ্কার করতেছিলাম। এ সময় হাফিজুল ইসলামের ছেলে ও স্ত্রী দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে এসে গালি দিতে থাকে।’
নাজমুল বলেন, ‘আমি গালি দিতে নিষেধ করলে মারপিট শুরু করে। আমি মাটিতে পড়ে গেলে তারা আমাকে শ্বাসরোধে হত্যা ও চোখ তুলে নেওয়ার চেষ্টা করে। আমার স্ত্রী উদ্ধার করতে এলে তাকেও মারপিট ও শ্লীলতাহানি করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।’
তিনি আরও বলেন, ‘আমার চোখের নিচে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। চোখে ঝাপসা দেখছি। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেছে চিকিৎসক।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডলি রানী বলেন, তার চোখের নিচে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নাটোরের বড়াইগ্রামে নাজমুল হক (৩৬) নামের এক যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলার বাজিতপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার রাতে এ ঘটনায় জড়িত তিনজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন ভুক্তভোগী নাজমুল হক।
আসামিরা হলেন—উপজেলার বাজিতপুর উত্তরপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৪৫), হাফিজুল ইসলামের ছেলে তৌফিকুল ইসলাম তুষার (২২), স্ত্রী তাহমিনা আক্তার তারমিনা (৩৮)।
নাজমুল হক বলেন, ‘অভিযুক্তরা আমার প্রতিবেশী। বিভিন্নভাবে তাঁরা আমার পরিবারকে জ্বালায়। তাদের কলাগাছের পাতা এসে আমার বাড়ির উঠান অন্ধকার করে রাখে। রোববার সকালে সেই কলাগাছের পাতা কেটে পরিষ্কার করতেছিলাম। এ সময় হাফিজুল ইসলামের ছেলে ও স্ত্রী দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে এসে গালি দিতে থাকে।’
নাজমুল বলেন, ‘আমি গালি দিতে নিষেধ করলে মারপিট শুরু করে। আমি মাটিতে পড়ে গেলে তারা আমাকে শ্বাসরোধে হত্যা ও চোখ তুলে নেওয়ার চেষ্টা করে। আমার স্ত্রী উদ্ধার করতে এলে তাকেও মারপিট ও শ্লীলতাহানি করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।’
তিনি আরও বলেন, ‘আমার চোখের নিচে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। চোখে ঝাপসা দেখছি। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেছে চিকিৎসক।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডলি রানী বলেন, তার চোখের নিচে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে