রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলে অবৈধভাবে অবস্থান ও হল প্রাধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় হল প্রশাসন জরুরি সভা ডেকে অভিযুক্ত ছাত্রলীগ নেতার কক্ষটি সিলগালা করে দিয়েছে। একই সঙ্গে নগরীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ আবাসিক হলে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার কক্ষ সিলগালা এবং জিডি করেছে হল প্রশাসন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম শামীম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নবাব আব্দুল লতিফ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৩–১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তাঁর ছাত্রত্ব নেই।
জানা যায়, গতকাল সোমবার বিকেলে শামীম হোসেনের বিরুদ্ধে হল প্রাধ্যক্ষ অভিযোগ করেন, ওই ছাত্রলীগ নেতা মোবাইল ফোনে হুমকি ও অসৌজন্যমূলক আচরণ করেছেন। পরে হল প্রশাসন জরুরি সভা ডাকে। সভার সিদ্ধান্ত অনুযায়ী সার্বিক নিরাপত্তার স্বার্থে শামীমকে আজ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু শামীম কক্ষ ত্যাগ না করলে দুপুরে হল প্রশাসন তাঁর ২১২ নম্বর কক্ষ সিলগালা করে দেয়। বিকেলে হল প্রশাসনের পক্ষ থেকে নগরীর মতিহার থানায় জিডি করা হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোবারক পারভেজ জিডির বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের লতিফ হল প্রশাসন একটি সাধারণ ডায়েরি করেছে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ জুন নবাব আব্দুল লতিফ হলের এক আবাসিক শিক্ষার্থীকে মাঝরাতে নির্যাতনের অভিযোগে শামীম হোসেনকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রশাসনের সেই নির্দেশ তোয়াক্কা না করে অবৈধভাবে হলে অবস্থান করতে থাকেন তিনি। এ ছাড়া আবাসিক শিক্ষার্থীকে আসন থেকে নামিয়ে দেওয়াসহ হলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এএইচএম মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ নেতা শামীম হোসেনকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। তবুও সে অবৈধভাবে হলে অবস্থান করতে থাকে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী আরও বিভিন্ন অভিযোগ রয়েছে।’
বর্তমান অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রাধ্যক্ষ বলেন, ‘গতকাল শামীম আমাকে মোবাইল ফোনে হলে হলে বিশৃঙ্খলা সৃষ্টি ও দু–তিনটা লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে হল প্রশাসন তার কক্ষ সিলগালা করেছে।’
তবে হুমকির অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শুধু বলেছিলাম, স্যার, বিভিন্ন রুমে তালা লাগাচ্ছে কারা? চুরির ঘটনাও ঘটছে। এগুলো কারা করছে? উনি বলেছিলেন, রুমে রুমে পাহারা দেওয়ার সময় নাই। তখন আমি বলেছিলাম, কোনো ব্যবস্থা না নিলে তো হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন বড় ধরনের ঘটনাও ঘটে যেতে পারে। এটুকুই বলেছি। এ ছাড়া কোনো হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি।’
অবৈধভাবে হলে থাকার বিষয়ে শামীম বলেন, ‘আমি হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। ছাত্রত্ব না থাকলেও মূলত দায়িত্বের কারণে হলে থাকছি। এ ছাড়া আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটি শর্ট কোর্সে ভর্তি আছি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলে অবৈধভাবে অবস্থান ও হল প্রাধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় হল প্রশাসন জরুরি সভা ডেকে অভিযুক্ত ছাত্রলীগ নেতার কক্ষটি সিলগালা করে দিয়েছে। একই সঙ্গে নগরীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ আবাসিক হলে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার কক্ষ সিলগালা এবং জিডি করেছে হল প্রশাসন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম শামীম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নবাব আব্দুল লতিফ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৩–১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তাঁর ছাত্রত্ব নেই।
জানা যায়, গতকাল সোমবার বিকেলে শামীম হোসেনের বিরুদ্ধে হল প্রাধ্যক্ষ অভিযোগ করেন, ওই ছাত্রলীগ নেতা মোবাইল ফোনে হুমকি ও অসৌজন্যমূলক আচরণ করেছেন। পরে হল প্রশাসন জরুরি সভা ডাকে। সভার সিদ্ধান্ত অনুযায়ী সার্বিক নিরাপত্তার স্বার্থে শামীমকে আজ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু শামীম কক্ষ ত্যাগ না করলে দুপুরে হল প্রশাসন তাঁর ২১২ নম্বর কক্ষ সিলগালা করে দেয়। বিকেলে হল প্রশাসনের পক্ষ থেকে নগরীর মতিহার থানায় জিডি করা হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোবারক পারভেজ জিডির বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের লতিফ হল প্রশাসন একটি সাধারণ ডায়েরি করেছে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ জুন নবাব আব্দুল লতিফ হলের এক আবাসিক শিক্ষার্থীকে মাঝরাতে নির্যাতনের অভিযোগে শামীম হোসেনকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রশাসনের সেই নির্দেশ তোয়াক্কা না করে অবৈধভাবে হলে অবস্থান করতে থাকেন তিনি। এ ছাড়া আবাসিক শিক্ষার্থীকে আসন থেকে নামিয়ে দেওয়াসহ হলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এএইচএম মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ নেতা শামীম হোসেনকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। তবুও সে অবৈধভাবে হলে অবস্থান করতে থাকে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী আরও বিভিন্ন অভিযোগ রয়েছে।’
বর্তমান অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রাধ্যক্ষ বলেন, ‘গতকাল শামীম আমাকে মোবাইল ফোনে হলে হলে বিশৃঙ্খলা সৃষ্টি ও দু–তিনটা লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে হল প্রশাসন তার কক্ষ সিলগালা করেছে।’
তবে হুমকির অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শুধু বলেছিলাম, স্যার, বিভিন্ন রুমে তালা লাগাচ্ছে কারা? চুরির ঘটনাও ঘটছে। এগুলো কারা করছে? উনি বলেছিলেন, রুমে রুমে পাহারা দেওয়ার সময় নাই। তখন আমি বলেছিলাম, কোনো ব্যবস্থা না নিলে তো হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন বড় ধরনের ঘটনাও ঘটে যেতে পারে। এটুকুই বলেছি। এ ছাড়া কোনো হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি।’
অবৈধভাবে হলে থাকার বিষয়ে শামীম বলেন, ‘আমি হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। ছাত্রত্ব না থাকলেও মূলত দায়িত্বের কারণে হলে থাকছি। এ ছাড়া আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটি শর্ট কোর্সে ভর্তি আছি।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে