নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে ‘অশোভন’ আচরণের অভিযোগে এক ছাত্রীকে শোকজ করা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে ওই ছাত্রীর কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এতে ওই ছাত্রীকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক স্বাক্ষরিত ওই শোকজের চিঠিতে বলা হয়, গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী ‘ঘুটঘুটে’ অন্ধকারের মধ্যে সাতজন ছেলে ও একজন মেয়ের সঙ্গে বসে ছিলেন। ওই সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিচয় জানতে চাইলে ওই ছাত্রী তাঁদের সঙ্গে ‘তর্ক’ ও ‘অসদাচরণ’ করেন। এ ছাড়া ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের আইন মানবেন না, নিজের মতো চলবেন এবং প্রক্টরিয়াল বডিকে যা পারে তা করতে বলেন।
ওই ছাত্রীর এই বক্তব্যকে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে শোকজের ওই চিঠিতে আরও বলা হয়, এটি প্রচলিত নিয়মের লঙ্ঘন ও দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় ওই ছাত্রীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না উল্লেখ করে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। অন্যথায় একতরফাভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রী বলেন, ‘আমরা কয়েকজন মিলে রাত সাড়ে ৮টার দিকে গান করছিলাম। তবে কারণ দর্শানোর নোটিশে সাড়ে ১০টার কথা উল্লেখ করা হয়েছে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন মানব না বা যা করার করেন এমন কোনো কথা বলিনি। বরং প্রক্টরিয়াল বডির সদস্যরাই আমাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘প্রক্টরিয়াল বডির সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে শোকজ করা হয়েছে। তাঁর জবাবের পরিপ্রেক্ষিতে আমাদের ডিসিপ্লিনারি কমিটি ব্যবস্থা নেবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে ‘অশোভন’ আচরণের অভিযোগে এক ছাত্রীকে শোকজ করা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে ওই ছাত্রীর কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এতে ওই ছাত্রীকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক স্বাক্ষরিত ওই শোকজের চিঠিতে বলা হয়, গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী ‘ঘুটঘুটে’ অন্ধকারের মধ্যে সাতজন ছেলে ও একজন মেয়ের সঙ্গে বসে ছিলেন। ওই সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিচয় জানতে চাইলে ওই ছাত্রী তাঁদের সঙ্গে ‘তর্ক’ ও ‘অসদাচরণ’ করেন। এ ছাড়া ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের আইন মানবেন না, নিজের মতো চলবেন এবং প্রক্টরিয়াল বডিকে যা পারে তা করতে বলেন।
ওই ছাত্রীর এই বক্তব্যকে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে শোকজের ওই চিঠিতে আরও বলা হয়, এটি প্রচলিত নিয়মের লঙ্ঘন ও দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় ওই ছাত্রীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না উল্লেখ করে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। অন্যথায় একতরফাভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রী বলেন, ‘আমরা কয়েকজন মিলে রাত সাড়ে ৮টার দিকে গান করছিলাম। তবে কারণ দর্শানোর নোটিশে সাড়ে ১০টার কথা উল্লেখ করা হয়েছে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন মানব না বা যা করার করেন এমন কোনো কথা বলিনি। বরং প্রক্টরিয়াল বডির সদস্যরাই আমাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘প্রক্টরিয়াল বডির সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে শোকজ করা হয়েছে। তাঁর জবাবের পরিপ্রেক্ষিতে আমাদের ডিসিপ্লিনারি কমিটি ব্যবস্থা নেবে।’

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
৪২ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে