
নওগাঁ সরকারি হাসপাতালে ওয়ার্ডবয় পদে চাকরির প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় বদলগাছী উপজেলার গোয়ালভিটা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম প্যালেস ওরফে হাসান তৌফিক (৪২)। তিনি বদলগাছী উপজেলার পারিচা গ্রামের মৃত আজিজারের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তি চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা। তিনি সাত-আটজনের একটি সিন্ডিকেট চালাচ্ছিলেন। সিন্ডিকেটটি ২০১৬ সাল থেকে দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। সিন্ডিকেটটি অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে কখনো আবর জাল নিয়োগপত্র দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
গত কয়েক দিন আগে নওগাঁ সরকারি হাসপাতালে ওয়ার্ড বয় পদে নিয়োগ চলাকালে হাসান তৌফিক একজন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করেন। ওই প্রার্থীর কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে অবৈধভাবে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভুয়া নিয়োগপত্র দেয়। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মাসুদ রানার নেতৃত্বে গতকাল সন্ধ্যায় বদলগাছীর গোয়ালভিটা এলাকা থেকে হাসান তৌফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, গ্রেপ্তারের পর আসামিকে থানায় হস্তান্তর করেছে র্যাব। পরে আজ দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৬ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে