Ajker Patrika

পদ্মায় নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
পদ্মায় নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর লাবনী খাতুন (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে পদ্মা নদীর মানিকের চর এলাকায় খেয়াঘাটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও মেয়েটির পরিবার সূত্র জানায়, গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশের পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হয় লাবনী খাতুন। এর পরে নদীতে নৌকায় করে ও জেলেদের জাল দিয়ে খোঁজ করেও উদ্ধার করা যায়নি। আজ রোববার সকালে সেখান থেকে ১ কিলোমিটার দূরে মানিকের চর এলাকায় খেয়াঘাটের পাশ থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। 

লাবনী খাতুন উপজেলার পদ্মার চরাঞ্চলের আতারপাড়া গ্রামের শাহা জামাল ওরফে লালুর মেয়ে এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি ছাত্রী। 

বাবা শাহা জামাল জানান, শনিবার দুপুরে চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হয় লাবনী খাতুন। পরে নদীতে খোঁজ করেও পাওয়া যায়নি। আজ রোববার সকালে মানিকের চর এলাকায় খেয়াঘাটের পাশ থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ