নওগাঁ প্রতিনিধি

সড়ক দুর্ঘটনার মামলায় গ্রেপ্তার বাসচালকের মুক্তির দাবিতে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকেরা। আজ মঙ্গলবার জেলার অভ্যন্তরীণ সব সড়কে সকাল ৬টা থেকে এ ধর্মঘটের শুরু হয়। এতে পূর্ব ঘোষণা ছাড়া বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবহন শ্রমিকদের মুক্তির দাবিতে কর্মবিরতি চলছে। এ অবস্থায় মালিকেরা বাস রাস্তায় নামাতে পারছে না। এখন বাস কবে চলবে এটা শ্রমিকদের ওপর নির্ভর করছে।’
জেলা শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, গত ১ জুলাই শহরের জলিল পার্ক এলাকায় নওগাঁ-সাপাহার সড়কে চলাচল করা একটি বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসে থাকা যাত্রী ছাড়াও পার্কে ঘুরতে আসা বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বাসচালক ইমরান হোসেন গত ১৭ জুলাই আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
গত রোববার পরবর্তী শুনানিতেও আদালত ওই চালকের জামিন না মঞ্জুর করেন। বাসচালক ইমরানসহ বিভিন্ন দুর্ঘটনার মামলায় নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাতজন কারাগারে। এসব শ্রমিকদের মুক্তির দাবিতে আজ (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ সব সড়কে বাস ধর্মঘটের ডাক দেয় শ্রমিকেরা।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কিংবা বাস মালিক সমিতির পক্ষ থেকে এই ধর্মঘট ডাকা হয়নি। নিজেদের দাবি আদায়ে ধর্মঘট ডেকেছেন সাধারণ শ্রমিকেরা।’
এদিকে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সধারণ যাত্রীরা। দুপুরে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন শিক্ষার্থী মিনহাজ হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাড়ি পত্নীতলায়। স্ট্যান্ডে এসে দেখি বাস বন্ধ। এখন বিকল্প উপায়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছি।’
আরেক যাত্রী আব্দুল আজিজ বলেন, ‘আমি পরিবহন ধর্মঘটের কথা জানি না। বৃষ্টির মধ্যে টার্মিনালে এসে পরিবহন ধর্মঘটের কথা জানতে পারি। এখন বিকল্প বাহনে যেতে হবে।’
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এক ভুক্তভোগী থানায় মামলা করেন। ওই মামলায় জামিন নিতে গিয়ে অভিযুক্ত বাসচালককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এ বিষয়ে পুলিশের কিছু করার নেই।’

সড়ক দুর্ঘটনার মামলায় গ্রেপ্তার বাসচালকের মুক্তির দাবিতে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকেরা। আজ মঙ্গলবার জেলার অভ্যন্তরীণ সব সড়কে সকাল ৬টা থেকে এ ধর্মঘটের শুরু হয়। এতে পূর্ব ঘোষণা ছাড়া বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবহন শ্রমিকদের মুক্তির দাবিতে কর্মবিরতি চলছে। এ অবস্থায় মালিকেরা বাস রাস্তায় নামাতে পারছে না। এখন বাস কবে চলবে এটা শ্রমিকদের ওপর নির্ভর করছে।’
জেলা শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, গত ১ জুলাই শহরের জলিল পার্ক এলাকায় নওগাঁ-সাপাহার সড়কে চলাচল করা একটি বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসে থাকা যাত্রী ছাড়াও পার্কে ঘুরতে আসা বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বাসচালক ইমরান হোসেন গত ১৭ জুলাই আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
গত রোববার পরবর্তী শুনানিতেও আদালত ওই চালকের জামিন না মঞ্জুর করেন। বাসচালক ইমরানসহ বিভিন্ন দুর্ঘটনার মামলায় নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাতজন কারাগারে। এসব শ্রমিকদের মুক্তির দাবিতে আজ (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ সব সড়কে বাস ধর্মঘটের ডাক দেয় শ্রমিকেরা।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কিংবা বাস মালিক সমিতির পক্ষ থেকে এই ধর্মঘট ডাকা হয়নি। নিজেদের দাবি আদায়ে ধর্মঘট ডেকেছেন সাধারণ শ্রমিকেরা।’
এদিকে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সধারণ যাত্রীরা। দুপুরে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন শিক্ষার্থী মিনহাজ হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাড়ি পত্নীতলায়। স্ট্যান্ডে এসে দেখি বাস বন্ধ। এখন বিকল্প উপায়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছি।’
আরেক যাত্রী আব্দুল আজিজ বলেন, ‘আমি পরিবহন ধর্মঘটের কথা জানি না। বৃষ্টির মধ্যে টার্মিনালে এসে পরিবহন ধর্মঘটের কথা জানতে পারি। এখন বিকল্প বাহনে যেতে হবে।’
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এক ভুক্তভোগী থানায় মামলা করেন। ওই মামলায় জামিন নিতে গিয়ে অভিযুক্ত বাসচালককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এ বিষয়ে পুলিশের কিছু করার নেই।’

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের দুই দিন পার হলেও গতকাল শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তদন্তে নতুন অগ্রগতি হিসেবে হত্যাকাণ্ডের আরেকটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে, যাতে গুলি করা ব্যক্তিদের চেহারা তুলনামূলকভাবে অনেক...
২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।
৪২ মিনিট আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মঞ্চ দখল এবং দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সংঘটিত এই ঘটনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা হতভম্ব হয়ে পড়েন।
১ ঘণ্টা আগে
বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২ ঘণ্টা আগে