আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২২ মিনিটে এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল ১০টা ১৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। চার মিনিট যাত্রাবিরতি শেষে ১০টা ২২ মিনিটে ট্রেনটি ছাড়ে। এ সময় ট্রেনের ইঞ্জিন জোরে ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায়।
সরেজমিন আক্কেলপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের লাইনে দাঁড়িয়ে আছে। ট্রেনের ইঞ্জিনের কাছে যাত্রীরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন। অনেক যাত্রী স্টেশনমাস্টারের কার্যালয়ে পরবর্তী কার্যক্রম জানতে ভিড় করছেন।
ট্রেনের যাত্রী আব্দুল হামিদ বলেন, জয়পুরহাট থেকে রাজশাহী যাওয়ার জন্য বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে রওনা দিয়েছিলাম। পথে আক্কেলপুর রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এখন বাসে করে রওনা দেব।’
অপর যাত্রী সাথী পারভীন বলেন, ‘ট্রেনের ইঞ্জিলটা ছিল লক্কড়ঝক্কড়। সঠিক সময়ে মেরামত না করায় ট্রেনের ইঞ্জিল বিকল হয়ে গেছে। ট্রেনের ইঞ্জিল বিকল হওয়ায় আমি অনেক বিপাকে পড়েছি। এ ছাড়া বিশেষ করে নারী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।’
ট্রেনচালক সাইফুল আজম বলেন, বিকল হওয়া ইঞ্জিন সচলের চেষ্টা করে বার্থ হওয়ায় বিকল্প ইঞ্জিনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাদিজা আক্তার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, সকাল ১০টা ২২ মিনিটে যাত্রাবিরতি শেষে ট্রেনটি ছেড়ে যাওয়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনচালক চেষ্টা করেও ট্রেন চালাতে পারেননি। পরে ট্রেনটি পেছনে ব্যাক করে আবার প্ল্যাটফর্মে ফিরে আসে। বিষয়টি নিয়ে কন্ট্রোল অফিসে জানানো হয়েছে।
স্টেশনমাস্টার আরও বলেন, পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন এলে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। এদিকে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় রাজশাহীগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২২ মিনিটে এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল ১০টা ১৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। চার মিনিট যাত্রাবিরতি শেষে ১০টা ২২ মিনিটে ট্রেনটি ছাড়ে। এ সময় ট্রেনের ইঞ্জিন জোরে ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায়।
সরেজমিন আক্কেলপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের লাইনে দাঁড়িয়ে আছে। ট্রেনের ইঞ্জিনের কাছে যাত্রীরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন। অনেক যাত্রী স্টেশনমাস্টারের কার্যালয়ে পরবর্তী কার্যক্রম জানতে ভিড় করছেন।
ট্রেনের যাত্রী আব্দুল হামিদ বলেন, জয়পুরহাট থেকে রাজশাহী যাওয়ার জন্য বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে রওনা দিয়েছিলাম। পথে আক্কেলপুর রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এখন বাসে করে রওনা দেব।’
অপর যাত্রী সাথী পারভীন বলেন, ‘ট্রেনের ইঞ্জিলটা ছিল লক্কড়ঝক্কড়। সঠিক সময়ে মেরামত না করায় ট্রেনের ইঞ্জিল বিকল হয়ে গেছে। ট্রেনের ইঞ্জিল বিকল হওয়ায় আমি অনেক বিপাকে পড়েছি। এ ছাড়া বিশেষ করে নারী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।’
ট্রেনচালক সাইফুল আজম বলেন, বিকল হওয়া ইঞ্জিন সচলের চেষ্টা করে বার্থ হওয়ায় বিকল্প ইঞ্জিনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাদিজা আক্তার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, সকাল ১০টা ২২ মিনিটে যাত্রাবিরতি শেষে ট্রেনটি ছেড়ে যাওয়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনচালক চেষ্টা করেও ট্রেন চালাতে পারেননি। পরে ট্রেনটি পেছনে ব্যাক করে আবার প্ল্যাটফর্মে ফিরে আসে। বিষয়টি নিয়ে কন্ট্রোল অফিসে জানানো হয়েছে।
স্টেশনমাস্টার আরও বলেন, পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন এলে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। এদিকে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় রাজশাহীগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
২ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
২৮ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে