বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বাবা ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ের পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ দুর্ঘটনায় বাবা-মেয়ের সঙ্গে থাকা অন্তঃসত্ত্বা নারীও গুরুতর আহত হয়েছেন। তাঁর একটি হাত ভেঙে গেছে।
সোমবার (১৯ মে) সকাল পৌনে ৯টার দিকে বাঘা-ঈশ্বরদী মহাসড়কের বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ি (জামতলা) গ্রামের জাহেদুল ইসলাম (শান্ত) (২৭), তাঁর স্ত্রী জেসমিন আক্তার (২৪) এবং তাঁদের মেয়ে উম্মে তুরাইফা খাতুন (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে জাহেদুল ইসলাম মোটরসাইকেলযোগে মেয়ে তুরাইফাকে রাজশাহীর বাঘা উপজেলার একটি স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী জেসমিন। পথে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বাঘা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুপার সনি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় জাহেদুল ও তাঁর মেয়ের ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁদের সঙ্গে থাকা অন্তঃসত্ত্বা জেসমিনের ডান হাত ভেঙে যায়।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসিবুল হাসান বলেন, তিনজনই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের রামেকে পাঠানো হয়েছে।
আহতদের এক আত্মীয় আবিদ হাসান দুপুরে মুঠোফোনে বলেন, ‘জেসমিন আক্তার সন্তানসম্ভবা। তাঁকে রামেকের অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জাহেদুল ও তাঁর মেয়েকে অপারেশনের পর ঢাকায় নেওয়ার কথা বলেছেন চিকিৎসকেরা।’
আবিদ আরও জানান, জাহেদুল হার্ডওয়্যারের ব্যবসা করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহীর বাঘায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বাবা ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ের পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ দুর্ঘটনায় বাবা-মেয়ের সঙ্গে থাকা অন্তঃসত্ত্বা নারীও গুরুতর আহত হয়েছেন। তাঁর একটি হাত ভেঙে গেছে।
সোমবার (১৯ মে) সকাল পৌনে ৯টার দিকে বাঘা-ঈশ্বরদী মহাসড়কের বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ি (জামতলা) গ্রামের জাহেদুল ইসলাম (শান্ত) (২৭), তাঁর স্ত্রী জেসমিন আক্তার (২৪) এবং তাঁদের মেয়ে উম্মে তুরাইফা খাতুন (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে জাহেদুল ইসলাম মোটরসাইকেলযোগে মেয়ে তুরাইফাকে রাজশাহীর বাঘা উপজেলার একটি স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী জেসমিন। পথে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বাঘা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুপার সনি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় জাহেদুল ও তাঁর মেয়ের ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁদের সঙ্গে থাকা অন্তঃসত্ত্বা জেসমিনের ডান হাত ভেঙে যায়।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসিবুল হাসান বলেন, তিনজনই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের রামেকে পাঠানো হয়েছে।
আহতদের এক আত্মীয় আবিদ হাসান দুপুরে মুঠোফোনে বলেন, ‘জেসমিন আক্তার সন্তানসম্ভবা। তাঁকে রামেকের অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জাহেদুল ও তাঁর মেয়েকে অপারেশনের পর ঢাকায় নেওয়ার কথা বলেছেন চিকিৎসকেরা।’
আবিদ আরও জানান, জাহেদুল হার্ডওয়্যারের ব্যবসা করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়ায় নিজ বাড়িতে দাদিশাশুড়ি ও তাঁর নাতবউকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে বগুড়া পৌর এলাকার ইসলামপুর (হরিগাড়ি) পশ্চিম পাড়ায় এই খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮০) এবং তাঁর নাতি পারভেজ ইসলামের
২ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া চৌধুরী রোড এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন সিরাজদিখান উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
৩ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কথিত মাদক কারবারির গুলিতে শান্ত রাজবংশী (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঘড়া বাজারসংলগ্ন ইকবালের কাঠের ফার্নিচারের দোকানে কাজ করছিল
৩ ঘণ্টা আগেশেরপুরের নালিতাবাড়ীতে হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারসহ ১০ জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেলে এক আহত শিক্ষার্থীর বাবার করা মামলায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
৩ ঘণ্টা আগে