মো. জিল্লুর রহমান রানা, (আটঘরিয়া) পাবনা

পাবনার আটঘরিয়ায় সনাতন পদ্ধতিতে চলছে পাট জাগ দিয়ে পচানোর কাজ। ফলে পাটের গুণগতমান দিন দিন কমে যাচ্ছে। কৃষকেরা পাটের সঠিক দাম থেকে বঞ্চিত হচ্ছেন।
অন্যান্য বছরের তুলনায় এ বছর কম বৃষ্টিপাত হওয়ায় উপজেলার খাল-বিল, নদী-নালা এমনকি পুকুরগুলোর পানিও শুকিয়ে গেছে। ফলে কোন রকম হাঁটু পানিতেই পাট জাগ দিতে হচ্ছে। কম পানিতে পাট জাগ দেওয়ার ফলে পাটের রং কালো হয়ে পাটের গুণগতমান নষ্ট হয়ে যাচ্ছে।
আজ সোমবার (২ আগস্ট) উপজেলার আটঘরিয়া বাজারের বিভিন্ন পাটের আড়ত ঘুরে দেখা যায়, যেগুলো নদীতে ধোয়া ভালো মানের পাট সেগুলো ৩৫০০-৩৮০০ টাকায় এবং যেগুলো পুকুর বা ডোবার পানিতে ধোয়া সেগুলো ৩২০০-৩৫০০ টাকা মণ দরে বিক্রি করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার দেবোত্তর, একদন্ত. লক্ষীপুর, চাঁদভা, মাজপাড়া ইউনিয়নসহ পৌর এলাকায় চার হাজার ৬৫০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। এর মধ্যে তোষা জাতের পাট সবচেয়ে বেশি চাষ করা হয়েছে। এ বছর পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬৫ হাজার বেল। যার আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছিল ৫২ কোটি টাকা।
সরেজমিনে উপজেলার দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ি সুতার বিল এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় কিছু পাট চাষিরা রাস্তার পাশে পাট জাগ দেওয়ার পর্যাপ্ত পানিযুক্ত স্থান না পেয়ে হাঁটু পানিতে পাট জাগ দিচ্ছেন। পাট চাষিরা বলেন, পাট জাগ দেওয়ার মতো পানি নেই। পাটগুলো শুকিয়ে যাচ্ছে তাই বাধ্য হয়েই এভাবেই পাটগুলো জাগ দিচ্ছি।
উপজেলার দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ী, পাটেশ্বর গ্রামের শহিদ সরদার, নান্নু প্রাং, শিহাব বিশ্বাস, নজরুল ইসলাম, রেজাউলসহ বেশ কয়েকজন পাট চাষি অভিযোগ করে বলেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে পাট চাষ করা হবে না।

পাবনার আটঘরিয়ায় সনাতন পদ্ধতিতে চলছে পাট জাগ দিয়ে পচানোর কাজ। ফলে পাটের গুণগতমান দিন দিন কমে যাচ্ছে। কৃষকেরা পাটের সঠিক দাম থেকে বঞ্চিত হচ্ছেন।
অন্যান্য বছরের তুলনায় এ বছর কম বৃষ্টিপাত হওয়ায় উপজেলার খাল-বিল, নদী-নালা এমনকি পুকুরগুলোর পানিও শুকিয়ে গেছে। ফলে কোন রকম হাঁটু পানিতেই পাট জাগ দিতে হচ্ছে। কম পানিতে পাট জাগ দেওয়ার ফলে পাটের রং কালো হয়ে পাটের গুণগতমান নষ্ট হয়ে যাচ্ছে।
আজ সোমবার (২ আগস্ট) উপজেলার আটঘরিয়া বাজারের বিভিন্ন পাটের আড়ত ঘুরে দেখা যায়, যেগুলো নদীতে ধোয়া ভালো মানের পাট সেগুলো ৩৫০০-৩৮০০ টাকায় এবং যেগুলো পুকুর বা ডোবার পানিতে ধোয়া সেগুলো ৩২০০-৩৫০০ টাকা মণ দরে বিক্রি করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার দেবোত্তর, একদন্ত. লক্ষীপুর, চাঁদভা, মাজপাড়া ইউনিয়নসহ পৌর এলাকায় চার হাজার ৬৫০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। এর মধ্যে তোষা জাতের পাট সবচেয়ে বেশি চাষ করা হয়েছে। এ বছর পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬৫ হাজার বেল। যার আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছিল ৫২ কোটি টাকা।
সরেজমিনে উপজেলার দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ি সুতার বিল এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় কিছু পাট চাষিরা রাস্তার পাশে পাট জাগ দেওয়ার পর্যাপ্ত পানিযুক্ত স্থান না পেয়ে হাঁটু পানিতে পাট জাগ দিচ্ছেন। পাট চাষিরা বলেন, পাট জাগ দেওয়ার মতো পানি নেই। পাটগুলো শুকিয়ে যাচ্ছে তাই বাধ্য হয়েই এভাবেই পাটগুলো জাগ দিচ্ছি।
উপজেলার দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ী, পাটেশ্বর গ্রামের শহিদ সরদার, নান্নু প্রাং, শিহাব বিশ্বাস, নজরুল ইসলাম, রেজাউলসহ বেশ কয়েকজন পাট চাষি অভিযোগ করে বলেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে পাট চাষ করা হবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে