সিরাজগঞ্জ প্রতিনিধি

শিক্ষা সনদ জালিয়াতির মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাবেয়া খাতুন (৫৬) নামে এক সহকারী শিক্ষিকাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন। এর আগে গতকাল রোববার রাতে নিজ বাড়ি থেকে ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করে পুলিশ।
জেলা ও দায়রা জজ আদালতের সহকারী আল-আমিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রাবেয়া খাতুন ১৯৯৫ সাল থেকে উল্লাপাড়া উপজেলার চয়ড়া উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষিকার দায়িত্ব পালন করছিলেন। ২০১৮ সালের ১৭ মার্চ ওই বিদ্যালয় পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে রাবেয়া খাতুনের শিক্ষা ও কম্পিউটার সনদ ভুয়া বলে সন্দেহ করে অডিট কর্তৃপক্ষ। পরে সনদটি যাচাই-বাছাইয়ের জন্য বগুড়া জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটারের পরিচালকের কার্যালয়ে পাঠায় শিক্ষা অধিদপ্তর।
যাচাই-বাছাই শেষে তার কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সনদটি জাল ও ভুয়া সনদ বলে চিহ্নিত করা হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় তার এমপিও ভুক্তির তারিখ ২০০৯ সালে ১ মে থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত গৃহীত সরকার প্রদত্ত ১৪ লাখ ৯ হাজার ৬৫০ টাকা সরকারি কোষাগারে ফেরত প্রদানের নির্দেশ দেয়। পরে ২০২২ সালের ১৯ জুন দুদক রাবেয়া খাতুনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুদকের দায়ের করা মামলায় শিক্ষিকা রাবেয়া খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তারের পর আজ (সোমবার) তাকে আদালতে পাঠানো হয়।’

শিক্ষা সনদ জালিয়াতির মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাবেয়া খাতুন (৫৬) নামে এক সহকারী শিক্ষিকাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন। এর আগে গতকাল রোববার রাতে নিজ বাড়ি থেকে ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করে পুলিশ।
জেলা ও দায়রা জজ আদালতের সহকারী আল-আমিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রাবেয়া খাতুন ১৯৯৫ সাল থেকে উল্লাপাড়া উপজেলার চয়ড়া উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষিকার দায়িত্ব পালন করছিলেন। ২০১৮ সালের ১৭ মার্চ ওই বিদ্যালয় পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে রাবেয়া খাতুনের শিক্ষা ও কম্পিউটার সনদ ভুয়া বলে সন্দেহ করে অডিট কর্তৃপক্ষ। পরে সনদটি যাচাই-বাছাইয়ের জন্য বগুড়া জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটারের পরিচালকের কার্যালয়ে পাঠায় শিক্ষা অধিদপ্তর।
যাচাই-বাছাই শেষে তার কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সনদটি জাল ও ভুয়া সনদ বলে চিহ্নিত করা হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় তার এমপিও ভুক্তির তারিখ ২০০৯ সালে ১ মে থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত গৃহীত সরকার প্রদত্ত ১৪ লাখ ৯ হাজার ৬৫০ টাকা সরকারি কোষাগারে ফেরত প্রদানের নির্দেশ দেয়। পরে ২০২২ সালের ১৯ জুন দুদক রাবেয়া খাতুনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুদকের দায়ের করা মামলায় শিক্ষিকা রাবেয়া খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তারের পর আজ (সোমবার) তাকে আদালতে পাঠানো হয়।’

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৫ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৬ ঘণ্টা আগে