Ajker Patrika

কুয়েটে সংঘর্ষের পর রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
কুয়েটে সংঘর্ষের পর রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংঘর্ষের পর রাজশাহীতে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

মঙ্গলবার রাত ১১টার দিকে নগরের সাহেববাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জিরো পয়েন্ট এলাকায় সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সমাবেশ থেকে তাঁরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

কর্মসূচিতে রাজশাহী মহানগর ছাত্রদলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা কমিটির নেতা-কর্মীরা অংশ নেন।

বক্তব্য দেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাফি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ সুইট প্রমুখ।

এ সময় মহানগর যুবদল নেতা আকবর আলী জ্যাকি, রাজপাড়া থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব মাহফুজুর রহমান কোকো, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান আলী রিজু, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সদস্যসচিব শাহ সাইফ আহম্মেদ রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত