শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের একজন শিক্ষকের (প্রদর্শক) বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছেন ছাত্রীরা।
টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের তিনজন ছাত্রী বলেন, অন্তত ছয় মাস ধরে কলেজের কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হক ছাত্রীদের পোশাক নিয়ে কটূক্তি, অসৌজন্যমূলক আচরণ ও উত্ত্যক্ত করে আসছে। এই ঘটনায় ২২ সেপ্টেম্বর কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি ছাত্রীরা। এ কারণে তাঁরা ক্ষুব্ধ হয়ে কলেজের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।
ওই কলেজের তিনজন শিক্ষক বলেন, কলেজের প্রায় ৩০ জন ছাত্রী কলেজের কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হককে কলেজ থেকে বহিষ্কারের দাবিতে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের অবস্থার নেন। এতে মহাসড়কে যানজট হয়। এরপর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তাঁরা।
অভিযোগের বিষয়ে কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হক জানান, তাঁর বিরুদ্ধে ছাত্রীরা যে অভিযোগ তুলেছেন, তা ষড়যন্ত্রমূলক। তিনি বলেন, ‘সম্প্রতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সভাপতি মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। আমি কলেজে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষর পক্ষে ছিলেন। এতে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে ছাত্রীদের উসকে দিয়ে অপবাদ দেওয়া হচ্ছে।’
ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘কলেজের কয়েকজন ছাত্রী অভিযোগের ঘটনা নিয়ে আজ রোববার বেলা সাড়ে ১১টায় মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছে। এ বিষয়ে কলেজের পরিচালনা পর্ষদের সভায় আলোচনা করা হবে।’

বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের একজন শিক্ষকের (প্রদর্শক) বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছেন ছাত্রীরা।
টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের তিনজন ছাত্রী বলেন, অন্তত ছয় মাস ধরে কলেজের কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হক ছাত্রীদের পোশাক নিয়ে কটূক্তি, অসৌজন্যমূলক আচরণ ও উত্ত্যক্ত করে আসছে। এই ঘটনায় ২২ সেপ্টেম্বর কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি ছাত্রীরা। এ কারণে তাঁরা ক্ষুব্ধ হয়ে কলেজের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।
ওই কলেজের তিনজন শিক্ষক বলেন, কলেজের প্রায় ৩০ জন ছাত্রী কলেজের কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হককে কলেজ থেকে বহিষ্কারের দাবিতে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের অবস্থার নেন। এতে মহাসড়কে যানজট হয়। এরপর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তাঁরা।
অভিযোগের বিষয়ে কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হক জানান, তাঁর বিরুদ্ধে ছাত্রীরা যে অভিযোগ তুলেছেন, তা ষড়যন্ত্রমূলক। তিনি বলেন, ‘সম্প্রতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সভাপতি মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। আমি কলেজে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষর পক্ষে ছিলেন। এতে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে ছাত্রীদের উসকে দিয়ে অপবাদ দেওয়া হচ্ছে।’
ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘কলেজের কয়েকজন ছাত্রী অভিযোগের ঘটনা নিয়ে আজ রোববার বেলা সাড়ে ১১টায় মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছে। এ বিষয়ে কলেজের পরিচালনা পর্ষদের সভায় আলোচনা করা হবে।’

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
২০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
২৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
২৬ মিনিট আগে
মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে