নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে রোববার আওয়ামী লীগের জনসভার জন্য সাতটি বিশেষ ট্রেন চলাচল করবে। এসব ট্রেন ভাড়া দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। আরও একটি ট্রেন ভাড়া দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
অসীম কুমার জানান, চিলাহাটি রুটের বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বন্ধ আছে। এই ট্রেনটি জনসভার জন্য ভাড়া দেওয়া হয়েছে। রোববার সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনও বন্ধ। সেটিও ভাড়া দেওয়া হয়েছে। এ ছাড়া মেরামতের জন্য ওয়ার্কশপে থাকা বেশ কিছু বগি এনে বিশেষ র্যাক করা হয়েছে। একদিন চলার পরই এই বগিগুলো মেরামতের জন্য আবার ওয়ার্কশপে পাঠাতে হবে।
প্রায় ১৫ দিন আগে ট্রেন ভাড়া চেয়ে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে অসীম কুমার তালুকদার জানান, এ পর্যন্ত মোট সাতটি ট্রেন ভাড়া দেওয়া হয়েছে। যেসব গন্তব্যে ট্রেনগুলো চলবে তার প্রতিটি সিটের যাওয়া-আসার ভাড়া হিসাব করে টাকা নেওয়া হয়েছে। আরও একটি ট্রেন ভাড়া দেওয়া হতে পারে। এ পর্যন্ত ভাড়া দেওয়া সাত ট্রেনে ৩০ হাজারের বেশি মানুষ চলাচল করতে পারবেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী-নাটোর, রাজশাহী-জয়পুরহাট, রাজশাহী-সান্তাহার, রাজশাহী-ঢালানচর ও রাজশাহী-সিরাজগঞ্জ রুটে চলবে বিশেষ ট্রেনগুলো। স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতারা নেতা-কর্মীদের জন্য পুরো ট্রেনই ভাড়া নিয়েছেন। তাঁরা এসব ট্রেনে আসবেন এবং যাবেন। ট্রেনে কোন যাত্রী উঠবেন, তা ঠিক করে নেবেন ভাড়া নেওয়া ব্যক্তিই। সে ক্ষেত্রে রেলওয়ের কর্মীরা সহায়তা করবে। কিন্তু কোন যাত্রীকে উঠতে বাধা দেবেন না।
বিশেষ ট্রেনগুলো চলার কারণে অন্য ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা জনদুর্ভোগ সৃষ্টি হবে কি না জানতে চাইলে এই মহাব্যবস্থাপক বলেন, ‘এমনিতে জনদুর্ভোগ ও শিডিউলে কোনো সমস্যা হবে না। সেভাবেই ট্রেনগুলোর শিডিউল করা হয়েছে। কিন্তু যদি ট্রেন ছাড়তে বিলম্ব হয়, সে ক্ষেত্রে সমস্যা হবে। ট্রেন ছাড়তে বিলম্ব করার নির্দেশনাও আসতে পারে। এ পর্যন্ত আমাদের সেভাবেই বলা হয়েছে।’
রোববার রাজশাহীর মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এই জনসভায় ৫ থেকে ৭ লাখ নেতা কর্মী যোগদান করবেন বলে আশা করছেন আওয়ামী লীগের নেতারা।

রাজশাহীতে রোববার আওয়ামী লীগের জনসভার জন্য সাতটি বিশেষ ট্রেন চলাচল করবে। এসব ট্রেন ভাড়া দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। আরও একটি ট্রেন ভাড়া দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
অসীম কুমার জানান, চিলাহাটি রুটের বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বন্ধ আছে। এই ট্রেনটি জনসভার জন্য ভাড়া দেওয়া হয়েছে। রোববার সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনও বন্ধ। সেটিও ভাড়া দেওয়া হয়েছে। এ ছাড়া মেরামতের জন্য ওয়ার্কশপে থাকা বেশ কিছু বগি এনে বিশেষ র্যাক করা হয়েছে। একদিন চলার পরই এই বগিগুলো মেরামতের জন্য আবার ওয়ার্কশপে পাঠাতে হবে।
প্রায় ১৫ দিন আগে ট্রেন ভাড়া চেয়ে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে অসীম কুমার তালুকদার জানান, এ পর্যন্ত মোট সাতটি ট্রেন ভাড়া দেওয়া হয়েছে। যেসব গন্তব্যে ট্রেনগুলো চলবে তার প্রতিটি সিটের যাওয়া-আসার ভাড়া হিসাব করে টাকা নেওয়া হয়েছে। আরও একটি ট্রেন ভাড়া দেওয়া হতে পারে। এ পর্যন্ত ভাড়া দেওয়া সাত ট্রেনে ৩০ হাজারের বেশি মানুষ চলাচল করতে পারবেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী-নাটোর, রাজশাহী-জয়পুরহাট, রাজশাহী-সান্তাহার, রাজশাহী-ঢালানচর ও রাজশাহী-সিরাজগঞ্জ রুটে চলবে বিশেষ ট্রেনগুলো। স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতারা নেতা-কর্মীদের জন্য পুরো ট্রেনই ভাড়া নিয়েছেন। তাঁরা এসব ট্রেনে আসবেন এবং যাবেন। ট্রেনে কোন যাত্রী উঠবেন, তা ঠিক করে নেবেন ভাড়া নেওয়া ব্যক্তিই। সে ক্ষেত্রে রেলওয়ের কর্মীরা সহায়তা করবে। কিন্তু কোন যাত্রীকে উঠতে বাধা দেবেন না।
বিশেষ ট্রেনগুলো চলার কারণে অন্য ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা জনদুর্ভোগ সৃষ্টি হবে কি না জানতে চাইলে এই মহাব্যবস্থাপক বলেন, ‘এমনিতে জনদুর্ভোগ ও শিডিউলে কোনো সমস্যা হবে না। সেভাবেই ট্রেনগুলোর শিডিউল করা হয়েছে। কিন্তু যদি ট্রেন ছাড়তে বিলম্ব হয়, সে ক্ষেত্রে সমস্যা হবে। ট্রেন ছাড়তে বিলম্ব করার নির্দেশনাও আসতে পারে। এ পর্যন্ত আমাদের সেভাবেই বলা হয়েছে।’
রোববার রাজশাহীর মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এই জনসভায় ৫ থেকে ৭ লাখ নেতা কর্মী যোগদান করবেন বলে আশা করছেন আওয়ামী লীগের নেতারা।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৩৫ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে