নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে রোববার আওয়ামী লীগের জনসভার জন্য সাতটি বিশেষ ট্রেন চলাচল করবে। এসব ট্রেন ভাড়া দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। আরও একটি ট্রেন ভাড়া দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
অসীম কুমার জানান, চিলাহাটি রুটের বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বন্ধ আছে। এই ট্রেনটি জনসভার জন্য ভাড়া দেওয়া হয়েছে। রোববার সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনও বন্ধ। সেটিও ভাড়া দেওয়া হয়েছে। এ ছাড়া মেরামতের জন্য ওয়ার্কশপে থাকা বেশ কিছু বগি এনে বিশেষ র্যাক করা হয়েছে। একদিন চলার পরই এই বগিগুলো মেরামতের জন্য আবার ওয়ার্কশপে পাঠাতে হবে।
প্রায় ১৫ দিন আগে ট্রেন ভাড়া চেয়ে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে অসীম কুমার তালুকদার জানান, এ পর্যন্ত মোট সাতটি ট্রেন ভাড়া দেওয়া হয়েছে। যেসব গন্তব্যে ট্রেনগুলো চলবে তার প্রতিটি সিটের যাওয়া-আসার ভাড়া হিসাব করে টাকা নেওয়া হয়েছে। আরও একটি ট্রেন ভাড়া দেওয়া হতে পারে। এ পর্যন্ত ভাড়া দেওয়া সাত ট্রেনে ৩০ হাজারের বেশি মানুষ চলাচল করতে পারবেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী-নাটোর, রাজশাহী-জয়পুরহাট, রাজশাহী-সান্তাহার, রাজশাহী-ঢালানচর ও রাজশাহী-সিরাজগঞ্জ রুটে চলবে বিশেষ ট্রেনগুলো। স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতারা নেতা-কর্মীদের জন্য পুরো ট্রেনই ভাড়া নিয়েছেন। তাঁরা এসব ট্রেনে আসবেন এবং যাবেন। ট্রেনে কোন যাত্রী উঠবেন, তা ঠিক করে নেবেন ভাড়া নেওয়া ব্যক্তিই। সে ক্ষেত্রে রেলওয়ের কর্মীরা সহায়তা করবে। কিন্তু কোন যাত্রীকে উঠতে বাধা দেবেন না।
বিশেষ ট্রেনগুলো চলার কারণে অন্য ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা জনদুর্ভোগ সৃষ্টি হবে কি না জানতে চাইলে এই মহাব্যবস্থাপক বলেন, ‘এমনিতে জনদুর্ভোগ ও শিডিউলে কোনো সমস্যা হবে না। সেভাবেই ট্রেনগুলোর শিডিউল করা হয়েছে। কিন্তু যদি ট্রেন ছাড়তে বিলম্ব হয়, সে ক্ষেত্রে সমস্যা হবে। ট্রেন ছাড়তে বিলম্ব করার নির্দেশনাও আসতে পারে। এ পর্যন্ত আমাদের সেভাবেই বলা হয়েছে।’
রোববার রাজশাহীর মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এই জনসভায় ৫ থেকে ৭ লাখ নেতা কর্মী যোগদান করবেন বলে আশা করছেন আওয়ামী লীগের নেতারা।

রাজশাহীতে রোববার আওয়ামী লীগের জনসভার জন্য সাতটি বিশেষ ট্রেন চলাচল করবে। এসব ট্রেন ভাড়া দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। আরও একটি ট্রেন ভাড়া দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
অসীম কুমার জানান, চিলাহাটি রুটের বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বন্ধ আছে। এই ট্রেনটি জনসভার জন্য ভাড়া দেওয়া হয়েছে। রোববার সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনও বন্ধ। সেটিও ভাড়া দেওয়া হয়েছে। এ ছাড়া মেরামতের জন্য ওয়ার্কশপে থাকা বেশ কিছু বগি এনে বিশেষ র্যাক করা হয়েছে। একদিন চলার পরই এই বগিগুলো মেরামতের জন্য আবার ওয়ার্কশপে পাঠাতে হবে।
প্রায় ১৫ দিন আগে ট্রেন ভাড়া চেয়ে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে অসীম কুমার তালুকদার জানান, এ পর্যন্ত মোট সাতটি ট্রেন ভাড়া দেওয়া হয়েছে। যেসব গন্তব্যে ট্রেনগুলো চলবে তার প্রতিটি সিটের যাওয়া-আসার ভাড়া হিসাব করে টাকা নেওয়া হয়েছে। আরও একটি ট্রেন ভাড়া দেওয়া হতে পারে। এ পর্যন্ত ভাড়া দেওয়া সাত ট্রেনে ৩০ হাজারের বেশি মানুষ চলাচল করতে পারবেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী-নাটোর, রাজশাহী-জয়পুরহাট, রাজশাহী-সান্তাহার, রাজশাহী-ঢালানচর ও রাজশাহী-সিরাজগঞ্জ রুটে চলবে বিশেষ ট্রেনগুলো। স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতারা নেতা-কর্মীদের জন্য পুরো ট্রেনই ভাড়া নিয়েছেন। তাঁরা এসব ট্রেনে আসবেন এবং যাবেন। ট্রেনে কোন যাত্রী উঠবেন, তা ঠিক করে নেবেন ভাড়া নেওয়া ব্যক্তিই। সে ক্ষেত্রে রেলওয়ের কর্মীরা সহায়তা করবে। কিন্তু কোন যাত্রীকে উঠতে বাধা দেবেন না।
বিশেষ ট্রেনগুলো চলার কারণে অন্য ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা জনদুর্ভোগ সৃষ্টি হবে কি না জানতে চাইলে এই মহাব্যবস্থাপক বলেন, ‘এমনিতে জনদুর্ভোগ ও শিডিউলে কোনো সমস্যা হবে না। সেভাবেই ট্রেনগুলোর শিডিউল করা হয়েছে। কিন্তু যদি ট্রেন ছাড়তে বিলম্ব হয়, সে ক্ষেত্রে সমস্যা হবে। ট্রেন ছাড়তে বিলম্ব করার নির্দেশনাও আসতে পারে। এ পর্যন্ত আমাদের সেভাবেই বলা হয়েছে।’
রোববার রাজশাহীর মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এই জনসভায় ৫ থেকে ৭ লাখ নেতা কর্মী যোগদান করবেন বলে আশা করছেন আওয়ামী লীগের নেতারা।

সোমবার বিকেলে র্যাব-৭-এর একটি আভিযানিক দল মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
২৬ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে