নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে যেসব জিনিসপত্র লুটপাট করা হয়েছিল, তার কিছু কিছু ফেরত দেওয়া হচ্ছে। লোকজন স্বপ্রণোদিত হয়ে এসব ফেরত দিচ্ছেন।
গত সোমবার লুট হওয়া বিভিন্ন মালামালের কিছু অংশ গতকাল বুধবার সন্ধ্যা থেকে ফেরত আসার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং আওয়ামীপন্থী ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন-আইডিইবির রাজশাহী জেলা কার্যালয় থেকে লুট হওয়া মালামালের কিছু অংশ ফেরত আসার কথা জানা গেছে।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখা গেছে। তবে পুলিশ না থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক এখনো কাজ করছে।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে আহ্বান জানানো হয় যেন লুট হওয়া মালামাল ফেরত দেওয়া হয়। কারণ, এটি নাগরিক সেবা দেওয়ার অফিস। সব কাজ থমকে গেছে। এরপর কিছু কম্পিউটার ও চেয়ার-টেবিল ফেরত এসেছে। স্বেচ্ছাসেবীরাও পাড়া-মহল্লায় গিয়ে জিনিসপত্র ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করছেন। তখন তারা কিছু ফেরত পাচ্ছেন। এ ছাড়া সিটি করপোরেশনের ভ্যানেও কেউ কেউ কিছু মালামাল তুলে দিচ্ছেন। তবে এ পর্যন্ত ফেরত পাওয়া মালামাল লুটের তুলনায় সামান্য।’
রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘পুলিশ দ্রুত দায়িত্বে ফিরবে। নতুন সরকারও কাজ শুরু করবে। আমরা আশা করছি, কাল থেকেই রাজশাহীর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে।’
রাজশাহীতে পুলিশ না থাকায় আজও মোড়ে মোড়ে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এ দিন শহরে নতুন করে হামলা-লুটপাটের খবর পাওয়া যায়নি।

রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে যেসব জিনিসপত্র লুটপাট করা হয়েছিল, তার কিছু কিছু ফেরত দেওয়া হচ্ছে। লোকজন স্বপ্রণোদিত হয়ে এসব ফেরত দিচ্ছেন।
গত সোমবার লুট হওয়া বিভিন্ন মালামালের কিছু অংশ গতকাল বুধবার সন্ধ্যা থেকে ফেরত আসার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং আওয়ামীপন্থী ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন-আইডিইবির রাজশাহী জেলা কার্যালয় থেকে লুট হওয়া মালামালের কিছু অংশ ফেরত আসার কথা জানা গেছে।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখা গেছে। তবে পুলিশ না থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক এখনো কাজ করছে।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে আহ্বান জানানো হয় যেন লুট হওয়া মালামাল ফেরত দেওয়া হয়। কারণ, এটি নাগরিক সেবা দেওয়ার অফিস। সব কাজ থমকে গেছে। এরপর কিছু কম্পিউটার ও চেয়ার-টেবিল ফেরত এসেছে। স্বেচ্ছাসেবীরাও পাড়া-মহল্লায় গিয়ে জিনিসপত্র ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করছেন। তখন তারা কিছু ফেরত পাচ্ছেন। এ ছাড়া সিটি করপোরেশনের ভ্যানেও কেউ কেউ কিছু মালামাল তুলে দিচ্ছেন। তবে এ পর্যন্ত ফেরত পাওয়া মালামাল লুটের তুলনায় সামান্য।’
রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘পুলিশ দ্রুত দায়িত্বে ফিরবে। নতুন সরকারও কাজ শুরু করবে। আমরা আশা করছি, কাল থেকেই রাজশাহীর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে।’
রাজশাহীতে পুলিশ না থাকায় আজও মোড়ে মোড়ে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এ দিন শহরে নতুন করে হামলা-লুটপাটের খবর পাওয়া যায়নি।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৯ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২১ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৩ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে