বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

ঢাকা থেকে অপহৃত শিশু আরমানকে (৮) নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস থেকে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার বিকেলে উপজেলার আহম্মেদপুর কানন ফিলিং স্টেশনের সামনে তাকে ফেলে যায়। তবে শিশুটি তার মা-বাবার নাম বলতে পারলেও বাড়ির ঠিকানা বলতে পারছে না। এ কারণে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করাও যাচ্ছে না।
শিশু আরমানের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে সে তার মা আসমা খাতুনের সঙ্গে ঢাকার স্থানীয় একটি বাজারে যায়। এ সময় তার মা বাজার করায় ব্যস্ত থাকার কয়েক ব্যক্তি তাকে জোর করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়। পরে কয়েক ঘণ্টা ধরে মাইক্রোবাস চালিয়ে তারা বড়াইগ্রামের আহম্মেদপুর এলাকায় আসে। এ সময় মাইক্রোবাসটি সেখানে দাঁড়ালে শিশুটি চিৎকার শুরু করে।
ধরা পড়ার আশঙ্কায় তারা দ্রুত শিশুটিকে মাইক্রো বাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় সে তার বাবার নাম সাব্বির হোসেন বলতে পারলেও ঠিকানা বলতে না পারায় তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। মাইক্রোবাসে থাকা লোকগুলো মুখোশ পরা থাকায় তাদের কাউকে চিনতে পারেনি বলে জানায় শিশুটি।
আহম্মেদপুর এলাকার বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘আমরা তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছি। তাকে আপাত খাবার দেওয়াসহ নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। তবে সে ঠিকানা বলতে না পারায় স্বজনদের খুঁজে পেতে অসুবিধা হচ্ছে।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান বলেন, ‘এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি। তবে খোঁজ নিয়ে শিশুটিকে তার স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেব।’

ঢাকা থেকে অপহৃত শিশু আরমানকে (৮) নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস থেকে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার বিকেলে উপজেলার আহম্মেদপুর কানন ফিলিং স্টেশনের সামনে তাকে ফেলে যায়। তবে শিশুটি তার মা-বাবার নাম বলতে পারলেও বাড়ির ঠিকানা বলতে পারছে না। এ কারণে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করাও যাচ্ছে না।
শিশু আরমানের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে সে তার মা আসমা খাতুনের সঙ্গে ঢাকার স্থানীয় একটি বাজারে যায়। এ সময় তার মা বাজার করায় ব্যস্ত থাকার কয়েক ব্যক্তি তাকে জোর করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়। পরে কয়েক ঘণ্টা ধরে মাইক্রোবাস চালিয়ে তারা বড়াইগ্রামের আহম্মেদপুর এলাকায় আসে। এ সময় মাইক্রোবাসটি সেখানে দাঁড়ালে শিশুটি চিৎকার শুরু করে।
ধরা পড়ার আশঙ্কায় তারা দ্রুত শিশুটিকে মাইক্রো বাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় সে তার বাবার নাম সাব্বির হোসেন বলতে পারলেও ঠিকানা বলতে না পারায় তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। মাইক্রোবাসে থাকা লোকগুলো মুখোশ পরা থাকায় তাদের কাউকে চিনতে পারেনি বলে জানায় শিশুটি।
আহম্মেদপুর এলাকার বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘আমরা তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছি। তাকে আপাত খাবার দেওয়াসহ নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। তবে সে ঠিকানা বলতে না পারায় স্বজনদের খুঁজে পেতে অসুবিধা হচ্ছে।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান বলেন, ‘এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি। তবে খোঁজ নিয়ে শিশুটিকে তার স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেব।’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৩৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
২ ঘণ্টা আগে
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
২ ঘণ্টা আগে