বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশনে চালকের দক্ষতায় দুটি যাত্রীবাহী ট্রেন মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল। আজ মঙ্গলবার দুপুুর ১২টার দিকে আড়ানী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ‘সিক্স ডাউন মেইল’ ট্রেনটি আড়ানী রেলস্টেশনে ১ নম্বর লাইনে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর ‘ধূমকেতু’ ট্রেনটি ২ নম্বর লাইনে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু এই ট্রেনটি ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। ফলে ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির মুখোমুখি হয় ধূমকেতু আন্তনগর ট্রেনটি। কিন্তু ট্রেনের চালক মোস্তাফিজুর রহমান দাঁড়িয়ে থাকা ট্রেনটি দেখতে পেয়ে মুখোমুখি হওয়ার ২৫ গজ দূরেই ট্রেনটি থামিয়ে দেন। আড়ানী স্টেশনে ধূমকেতুটির স্টপেজ থাকার কারণে ট্রেনটি গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এ সময় উভয় ট্রেনের যাত্রীদের মধ্যে ছোটাছুটি ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিক্স ডাউন মেইল ট্রেনের যাত্রী সাকিল হোসেন বলেন, ‘ট্রেনের পেছনে থাকার কারণে প্রথমে আমি বুঝতে পারিনি। পরে দেখি ধূমকেতু ট্রেনটিও একই লাইনে। ড্রাইভারের বুদ্ধিমত্তার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে সজাগ হওয়ার আহ্বান জানাই।’
ঢাকা থেকে আন্তনগর ধূমকেতু ট্রেন রাজশাহীর উদ্দেশে ছাড়ে সকাল সাড়ে ৬টায়। আড়ানী স্টেশনে থামার কথা ছিল ১০টা ৫৫ মিনিটে। কিন্তু দাঁড়িয়ে থাকা ট্রেনের মুখোমুখি হয় ১২টা ৮ মিনিটে। পরে ১২টা ৩০ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এদিকে সিক্স ডাউন মেইল ট্রেনটি রাজশাহী থেকে ঈশ্বরদীর উদ্দেশে ছাড়ে সকাল সাড়ে ১০টায়। আড়ানী স্টেশনে এসে পৌঁছে ১১টা ৩৮ মিনিটে। ছাড়ে বেলা ১২টা ৫২ মিনিটে।
আড়ানী রেলস্টেশনের পয়েন্টম্যান কিরণ আহম্মেদ বলেন, পয়েন্ট তৈরি করতে যাওয়ার সময়ে আন্তনগর ধূমকেতু ট্রেন একই লাইনে ঢুকে পড়ে। চালকের বুদ্ধিমত্তায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।
আড়ানী স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, পয়েন্টম্যান কিরণ আহম্মেদ পয়েন্ট তৈরি করতে যাওয়ার আগে আন্তনগর ধূমকেতু ট্রেন ঢুকে পড়ে। এদিকে বিদ্যুৎ না থাকায় সিগন্যাল দেওয়া সম্ভব হয়নি। আন্তনগর ধূমকেতু আড়ানীতে দাঁড়ানোর ব্যবস্থা আছে। বিদ্যুৎ থাকলে হয়তো এমন ঘটনা ঘটত না। ট্রেনটি ২২ মিনিট পর আড়ানী ছেড়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয়।

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশনে চালকের দক্ষতায় দুটি যাত্রীবাহী ট্রেন মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল। আজ মঙ্গলবার দুপুুর ১২টার দিকে আড়ানী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ‘সিক্স ডাউন মেইল’ ট্রেনটি আড়ানী রেলস্টেশনে ১ নম্বর লাইনে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর ‘ধূমকেতু’ ট্রেনটি ২ নম্বর লাইনে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু এই ট্রেনটি ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। ফলে ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির মুখোমুখি হয় ধূমকেতু আন্তনগর ট্রেনটি। কিন্তু ট্রেনের চালক মোস্তাফিজুর রহমান দাঁড়িয়ে থাকা ট্রেনটি দেখতে পেয়ে মুখোমুখি হওয়ার ২৫ গজ দূরেই ট্রেনটি থামিয়ে দেন। আড়ানী স্টেশনে ধূমকেতুটির স্টপেজ থাকার কারণে ট্রেনটি গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এ সময় উভয় ট্রেনের যাত্রীদের মধ্যে ছোটাছুটি ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিক্স ডাউন মেইল ট্রেনের যাত্রী সাকিল হোসেন বলেন, ‘ট্রেনের পেছনে থাকার কারণে প্রথমে আমি বুঝতে পারিনি। পরে দেখি ধূমকেতু ট্রেনটিও একই লাইনে। ড্রাইভারের বুদ্ধিমত্তার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে সজাগ হওয়ার আহ্বান জানাই।’
ঢাকা থেকে আন্তনগর ধূমকেতু ট্রেন রাজশাহীর উদ্দেশে ছাড়ে সকাল সাড়ে ৬টায়। আড়ানী স্টেশনে থামার কথা ছিল ১০টা ৫৫ মিনিটে। কিন্তু দাঁড়িয়ে থাকা ট্রেনের মুখোমুখি হয় ১২টা ৮ মিনিটে। পরে ১২টা ৩০ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এদিকে সিক্স ডাউন মেইল ট্রেনটি রাজশাহী থেকে ঈশ্বরদীর উদ্দেশে ছাড়ে সকাল সাড়ে ১০টায়। আড়ানী স্টেশনে এসে পৌঁছে ১১টা ৩৮ মিনিটে। ছাড়ে বেলা ১২টা ৫২ মিনিটে।
আড়ানী রেলস্টেশনের পয়েন্টম্যান কিরণ আহম্মেদ বলেন, পয়েন্ট তৈরি করতে যাওয়ার সময়ে আন্তনগর ধূমকেতু ট্রেন একই লাইনে ঢুকে পড়ে। চালকের বুদ্ধিমত্তায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।
আড়ানী স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, পয়েন্টম্যান কিরণ আহম্মেদ পয়েন্ট তৈরি করতে যাওয়ার আগে আন্তনগর ধূমকেতু ট্রেন ঢুকে পড়ে। এদিকে বিদ্যুৎ না থাকায় সিগন্যাল দেওয়া সম্ভব হয়নি। আন্তনগর ধূমকেতু আড়ানীতে দাঁড়ানোর ব্যবস্থা আছে। বিদ্যুৎ থাকলে হয়তো এমন ঘটনা ঘটত না। ট্রেনটি ২২ মিনিট পর আড়ানী ছেড়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে