শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বাড়িতে ১৩ দিন আটক রেখে এক নারীকে (৪০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগী নারীর বাড়ি উপজেলার সীমাবাড়ী ইউনিয়নে। অভিযুক্ত সুমন সরকার (২৫) ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকার বাসিন্দা।
পুলিশ এই নারীর অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে ওই নারীর মোবাইলে অপরিচিত নম্বর থেকে ফোন আসে। অপর প্রান্তের ব্যক্তি নিজেকে সুমন নামে পরিচয় দিলে তিনি রং নম্বর বলে কেটে দেন। পরে আবার ফোন আসে। এভাবেই ওই নারীর সঙ্গে সুমনের পরিচয় ঘটে। সুমন নিজেকে অবিবাহিত বলে জানান এবং ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন। গত ২৭ ফেব্রুয়ারি সুমন ওই নারীকে তাঁর বাসায় ডেকে আনেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে সুমন তাঁকে ১৩ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করেন।
ভুক্তভোগী ওই নারী বলেন, তিন বছর আগে স্বামীর সঙ্গে তাঁর ডিভোর্স হয়েছে। সুমন যে বিবাহিত তিনি তা জানতেন না। তাঁর বাড়িতে গিয়ে যখন জানতে পারেন তিনি বিবাহিত, তখন তিনি চলে যেতে চান। এ সময় সুমন তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে একটি ঘরে আটকে রাখেন। এ অবস্থায় তাকে ১৩ দিন ধরে ধর্ষণ করা হয়। এরপর গত ১২ মার্চ গভীর রাতে তাঁকে একটি অটোরিকশায় করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বিষয়টি ওই নারী তাঁর বাড়িতে জানালে সুমন তাঁকে আবারও বিয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু তিনি তা না করে ওই নারীকে দেখে নেওয়ার হুমকি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিথুন সরকার বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে আজ রোববার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বগুড়ার শেরপুরে বাড়িতে ১৩ দিন আটক রেখে এক নারীকে (৪০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগী নারীর বাড়ি উপজেলার সীমাবাড়ী ইউনিয়নে। অভিযুক্ত সুমন সরকার (২৫) ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকার বাসিন্দা।
পুলিশ এই নারীর অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে ওই নারীর মোবাইলে অপরিচিত নম্বর থেকে ফোন আসে। অপর প্রান্তের ব্যক্তি নিজেকে সুমন নামে পরিচয় দিলে তিনি রং নম্বর বলে কেটে দেন। পরে আবার ফোন আসে। এভাবেই ওই নারীর সঙ্গে সুমনের পরিচয় ঘটে। সুমন নিজেকে অবিবাহিত বলে জানান এবং ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন। গত ২৭ ফেব্রুয়ারি সুমন ওই নারীকে তাঁর বাসায় ডেকে আনেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে সুমন তাঁকে ১৩ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করেন।
ভুক্তভোগী ওই নারী বলেন, তিন বছর আগে স্বামীর সঙ্গে তাঁর ডিভোর্স হয়েছে। সুমন যে বিবাহিত তিনি তা জানতেন না। তাঁর বাড়িতে গিয়ে যখন জানতে পারেন তিনি বিবাহিত, তখন তিনি চলে যেতে চান। এ সময় সুমন তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে একটি ঘরে আটকে রাখেন। এ অবস্থায় তাকে ১৩ দিন ধরে ধর্ষণ করা হয়। এরপর গত ১২ মার্চ গভীর রাতে তাঁকে একটি অটোরিকশায় করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বিষয়টি ওই নারী তাঁর বাড়িতে জানালে সুমন তাঁকে আবারও বিয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু তিনি তা না করে ওই নারীকে দেখে নেওয়ার হুমকি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিথুন সরকার বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে আজ রোববার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৮ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে