নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে দুই পশুর হাট নিয়ে ইজারাদারদের টানাটানিতে বিপাকে পড়েছেন বিক্রেতারা। হাট দুটি হলো রাজশাহী শহর-লাগোয়া সিটি হাট এবং পবা উপজেলার দামকুড়া পশুর হাট। হাটগুলো একটি থেকে আরেকটির দূরত্ব ৬-৭ কিলোমিটার (কিমি)। বসে একই দিনে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিটি হাট ইজারা নিয়েছেন শওকত আলীসহ কয়েকজন, আর দামকুড়া পশুর হাট মোহাম্মদ শাহজাহান আলী নামের এক ব্যক্তি। রবি ও বুধবার হাটদুটি বসে।
গতকাল রোববার সকালে গোদাগাড়ীর কাঁকনহাট, চব্বিশনগর, পবার কৈকুড়ি মোড়, দারুসা হাট হাজির মোড় ও মুরারিপুর সিদ্দিকের মোড়ে গিয়ে দেখা যায়, দুই হাটের ইজারাদারের লোকজনই এসব জায়গায় অবস্থান নিয়েছেন। গরু-মহিষবাহী গাড়িগুলোকে দুটি পক্ষ দুই হাটের রাস্তার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কয়েক জায়গায় তাঁদের নিবৃত করতে পুলিশ সদস্যদেরও অবস্থান নিতে দেখা গেছে। এ দিকে দুই পক্ষের টানাটানিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পশুবাহী গাড়ির জটল বাঁধতেও দেখা গেছে।
দামকুড়া হাটে আবদুর রহমান মিলন নামের এক ব্যাপারী বলেন, ‘রাস্তা থেকে ধরে এই হাটে আমাদের ঢোকানো হয়েছে। হাটে কোনো ক্রেতা নেই। হাটে ঢুকে বিপদে পড়ে গেছি। সিটি হাটে ক্রেতা বেশি। যেতে পারলে ভালো হতো।’
এ বিষয়ে জানতে চাইলে দামকুড়া হাটের ইজারাদার শাহজাহান আলী দাবি করেন, হাট শুরুর পর কোনো দিন তাঁরা রাস্তা থেকে গরু ধরে আনেননি। সিটি হাটের লোকজনই শুরু থেকে গরু নিয়ে যাচ্ছে। ফলে তাঁরাও আজ (রোববার) বাধ্য হয়েছেন।
সিটি হাটের ইজারাদার শওকত আলী বলেন, ‘আমরা রাস্তা থেকে কোনো গরু ধরে আনছি না। দামকুড়া হাটের লোকজনই রাস্তা থেকে গরু নিয়ে যাচ্ছে। তাঁদের এ কাজে বাধা দেওয়ার জন্য আমাদের লোকজন গেছে।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, ‘দুটি হাট একই দিনে বসার কারণে এই জটিলতা। পুলিশ মাঠে কাজ করছে এটা নিশ্চিত করতে যে, কেউ যেন ব্যাপারীদের গরু নিয়ে টানাটানি না করেন। তাদের যে হাট পছন্দ, তাঁরা সে হাটে গরু নিয়ে যাবেন।’ তিনি বলেন, ‘এটা নিশ্চিত করতে সড়কে পর্যাপ্ত পুলিশ আছে। আমাদের ইন্টেলিজেন্সও কাজ করছে। এটা নিয়ে কোনো উত্তেজনা আছে বলে আমাদের কাছে খবর নেই।’

রাজশাহীতে দুই পশুর হাট নিয়ে ইজারাদারদের টানাটানিতে বিপাকে পড়েছেন বিক্রেতারা। হাট দুটি হলো রাজশাহী শহর-লাগোয়া সিটি হাট এবং পবা উপজেলার দামকুড়া পশুর হাট। হাটগুলো একটি থেকে আরেকটির দূরত্ব ৬-৭ কিলোমিটার (কিমি)। বসে একই দিনে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিটি হাট ইজারা নিয়েছেন শওকত আলীসহ কয়েকজন, আর দামকুড়া পশুর হাট মোহাম্মদ শাহজাহান আলী নামের এক ব্যক্তি। রবি ও বুধবার হাটদুটি বসে।
গতকাল রোববার সকালে গোদাগাড়ীর কাঁকনহাট, চব্বিশনগর, পবার কৈকুড়ি মোড়, দারুসা হাট হাজির মোড় ও মুরারিপুর সিদ্দিকের মোড়ে গিয়ে দেখা যায়, দুই হাটের ইজারাদারের লোকজনই এসব জায়গায় অবস্থান নিয়েছেন। গরু-মহিষবাহী গাড়িগুলোকে দুটি পক্ষ দুই হাটের রাস্তার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কয়েক জায়গায় তাঁদের নিবৃত করতে পুলিশ সদস্যদেরও অবস্থান নিতে দেখা গেছে। এ দিকে দুই পক্ষের টানাটানিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পশুবাহী গাড়ির জটল বাঁধতেও দেখা গেছে।
দামকুড়া হাটে আবদুর রহমান মিলন নামের এক ব্যাপারী বলেন, ‘রাস্তা থেকে ধরে এই হাটে আমাদের ঢোকানো হয়েছে। হাটে কোনো ক্রেতা নেই। হাটে ঢুকে বিপদে পড়ে গেছি। সিটি হাটে ক্রেতা বেশি। যেতে পারলে ভালো হতো।’
এ বিষয়ে জানতে চাইলে দামকুড়া হাটের ইজারাদার শাহজাহান আলী দাবি করেন, হাট শুরুর পর কোনো দিন তাঁরা রাস্তা থেকে গরু ধরে আনেননি। সিটি হাটের লোকজনই শুরু থেকে গরু নিয়ে যাচ্ছে। ফলে তাঁরাও আজ (রোববার) বাধ্য হয়েছেন।
সিটি হাটের ইজারাদার শওকত আলী বলেন, ‘আমরা রাস্তা থেকে কোনো গরু ধরে আনছি না। দামকুড়া হাটের লোকজনই রাস্তা থেকে গরু নিয়ে যাচ্ছে। তাঁদের এ কাজে বাধা দেওয়ার জন্য আমাদের লোকজন গেছে।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, ‘দুটি হাট একই দিনে বসার কারণে এই জটিলতা। পুলিশ মাঠে কাজ করছে এটা নিশ্চিত করতে যে, কেউ যেন ব্যাপারীদের গরু নিয়ে টানাটানি না করেন। তাদের যে হাট পছন্দ, তাঁরা সে হাটে গরু নিয়ে যাবেন।’ তিনি বলেন, ‘এটা নিশ্চিত করতে সড়কে পর্যাপ্ত পুলিশ আছে। আমাদের ইন্টেলিজেন্সও কাজ করছে। এটা নিয়ে কোনো উত্তেজনা আছে বলে আমাদের কাছে খবর নেই।’

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৪ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে