নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে তিন বছর পর একটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঠুনকো ঘটনায় ২০২১ সালের ১৩ জুলাই রাজশাহীর পুঠিয়া উপজেলার পূর্ব ধোপাপাড়া কারিগরপাড়া মাঠে আতেকা বেগম (৫০) নামের ওই নারীকে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের তিন বছর পর ১৩ মে উত্তম কুমার সরকার (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পিবিআই। পরদিন তিনি দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার উত্তমের বাড়িও পূর্ব ধোপাপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মৃত সন্তোস কুমার সরকার।
আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন রাজশাহী জেলা ও মহানগর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মনিরুল ইসলাম। তিনি জানান, আতেকা হত্যাকাণ্ডের পর তাঁর ছেলে আতিকুর রহমান অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিলেন। রাজশাহী পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান মামলাটির তদন্ত করছিলেন।
পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের দুই মাস আগে আতেকার জমির ওপর দিয়ে ট্রলি গাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ কারণে আতেকা বেগম তাঁকে গালিগালাজ করেন। তখন থেকেই আতেকাকে হত্যার পরিকল্পনা করেন উত্তম। ২০২১ সালের ১৩ জুলাই বিকেলে ধোপাপাড়া কারিগরপাড়া মাঠে ছাগল চরাতে যান আতেকা। সেখানে তাঁকে দেখতে পেয়ে উত্তম বাঁশের মুগুর দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে আতেকা পড়ে গেলে তাঁর হাতে থাকা হাঁসুয়া কেড়ে নিয়ে গলা কেটে দেন। এ সময় আতেকা মারা গেলে উত্তম পালিয়ে যান। পরদিন আতেকার লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু এত দিন রহস্য উদ্ঘাটন হয়নি।
মনিরুল ইসলাম জানান, ১৩ মে পুঠিয়ার মোল্লাপাড়া গ্রামের একটি ইটভাটা থেকে উত্তম কুমারকে গ্রেপ্তার করা হয়। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তিনি এই খুনের দায় স্বীকার করেন। পরদিন তাঁকে আদালতে তোলা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান বলেও জানান পিবিআইয়ের এই কর্মকর্তা।

রাজশাহীতে তিন বছর পর একটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঠুনকো ঘটনায় ২০২১ সালের ১৩ জুলাই রাজশাহীর পুঠিয়া উপজেলার পূর্ব ধোপাপাড়া কারিগরপাড়া মাঠে আতেকা বেগম (৫০) নামের ওই নারীকে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের তিন বছর পর ১৩ মে উত্তম কুমার সরকার (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পিবিআই। পরদিন তিনি দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার উত্তমের বাড়িও পূর্ব ধোপাপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মৃত সন্তোস কুমার সরকার।
আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন রাজশাহী জেলা ও মহানগর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মনিরুল ইসলাম। তিনি জানান, আতেকা হত্যাকাণ্ডের পর তাঁর ছেলে আতিকুর রহমান অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিলেন। রাজশাহী পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান মামলাটির তদন্ত করছিলেন।
পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের দুই মাস আগে আতেকার জমির ওপর দিয়ে ট্রলি গাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ কারণে আতেকা বেগম তাঁকে গালিগালাজ করেন। তখন থেকেই আতেকাকে হত্যার পরিকল্পনা করেন উত্তম। ২০২১ সালের ১৩ জুলাই বিকেলে ধোপাপাড়া কারিগরপাড়া মাঠে ছাগল চরাতে যান আতেকা। সেখানে তাঁকে দেখতে পেয়ে উত্তম বাঁশের মুগুর দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে আতেকা পড়ে গেলে তাঁর হাতে থাকা হাঁসুয়া কেড়ে নিয়ে গলা কেটে দেন। এ সময় আতেকা মারা গেলে উত্তম পালিয়ে যান। পরদিন আতেকার লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু এত দিন রহস্য উদ্ঘাটন হয়নি।
মনিরুল ইসলাম জানান, ১৩ মে পুঠিয়ার মোল্লাপাড়া গ্রামের একটি ইটভাটা থেকে উত্তম কুমারকে গ্রেপ্তার করা হয়। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তিনি এই খুনের দায় স্বীকার করেন। পরদিন তাঁকে আদালতে তোলা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান বলেও জানান পিবিআইয়ের এই কর্মকর্তা।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৪ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে