নাটোর প্রতিনিধি

নাটোরের ছয়টি উপজেলা থেকে বিএনপির ৩৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার চেষ্টাসহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নাটোর জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।
এদের মধ্যে নাটোর সদরে ৩ জন, লালপুরে ১২ জন, বড়াইগ্রামে ৬ জন, বাগাতিপাড়া ৪ জন, গুরুদাসপুরে ৩ জন, সিংড়ায় ৫ জন এবং নলডাঙ্গা উপজেলার ৪ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
নাটোর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে লালপুর উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুবেলসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
সিংড়া উপজেলা থেকে সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, সুকাশ ইউনিয়ন বিএনপির সভাপতি আকতারুজ্জামান বাবুলসহ বিএনপির পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গুরুদাসপুর উপজেলায় ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হেনা ও ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল গণিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা থেকে থেকে বিএনপির ৬ নেতা-কর্মী, বাগাতিপাড়া উপজেলা থেকে ৪ জন ও নাটোর সদর উপজেলা থেকে ৩ জন এবং নলডাঙ্গা উপজেলা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে রোববার নাটোরের ৭ উপজেলাতেই শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

নাটোরের ছয়টি উপজেলা থেকে বিএনপির ৩৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার চেষ্টাসহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নাটোর জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।
এদের মধ্যে নাটোর সদরে ৩ জন, লালপুরে ১২ জন, বড়াইগ্রামে ৬ জন, বাগাতিপাড়া ৪ জন, গুরুদাসপুরে ৩ জন, সিংড়ায় ৫ জন এবং নলডাঙ্গা উপজেলার ৪ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
নাটোর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে লালপুর উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুবেলসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
সিংড়া উপজেলা থেকে সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, সুকাশ ইউনিয়ন বিএনপির সভাপতি আকতারুজ্জামান বাবুলসহ বিএনপির পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গুরুদাসপুর উপজেলায় ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হেনা ও ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল গণিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা থেকে থেকে বিএনপির ৬ নেতা-কর্মী, বাগাতিপাড়া উপজেলা থেকে ৪ জন ও নাটোর সদর উপজেলা থেকে ৩ জন এবং নলডাঙ্গা উপজেলা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে রোববার নাটোরের ৭ উপজেলাতেই শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি
১০ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলায় অনাদি বিশ্বাস (৩৫) নামের এক শিক্ষককে হাতুড়িপেটা করেছে দুই কিশোর। আজ সোমবার সকালে উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। কী কারণে শিক্ষকের ওপর হামলা হলো, তা স্পষ্ট নয়।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর আনন্দবাজার এলাকার নালা (ড্রেন) থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পকেটে পাওয়া একটি চাবি থেকে পুলিশ ধারণা করছে, লোকটি অটোরিকশাচালক ছিলেন।
১৮ মিনিট আগে