বগুড়ার সারিয়াকান্দিতে ৭ম শ্রেণির একজন ছাত্র অপহরণের শিকার হয়েছিল। পরে সে পালিয়ে রক্ষা পেয়েছে। গতকাল শুক্রবার ওই কিশোর বাড়িতে ফেরেন। ইতিমধ্যে অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতের নাম আসাউজ্জামান আসাদ। তিনি বড় কুতুবপুর উত্তর পাড়ার মোকবুল হোসেনের ছেলে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর উত্তর পাড়ার কাঠ ব্যবসায়ী মহিদুল সাকিদারের ছেলে কাওছার আলী (১৩) অপহরণের শিকার হয়। সে নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। গত শুক্রবার রাত ৯ টায় কাওছার স্থানীয়দের সহযোগিতায় তার নিজ বাড়ীতে ফিরে আসতে সক্ষম হয়। গতকাল দুপুরে কাওছার তার আত্মীয়স্বজনদের নিয়ে সারিয়াকান্দি থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।
কাওছার সারিয়াকান্দি থানায় এসে জবানবন্দিতে বলে, শুক্রবার দুপুরে একই গ্রামের মোকবুল হোসেনের ছেলে আসাউজ্জামান আসাদ আমাকে মাইক্রো গাড়িতে বসে দোকান হতে সিগারেট নিয়ে আসতে বলে। সিগারেট নিয়ে গাড়ির কাছে দিতে এলে আসাদ আমাকে জোড়পূর্বক ধাক্কা দিয়ে গাড়িতে তুলে নেয়। গাড়িতে তুলেই মাইক্রো জোড়ে চালানো শুরু করে। পরে আমি চিৎকার করার চেষ্টা করলে গাড়িতে থাকা অন্যরা আমাদের মুখ চেপে ধরে।
গাড়িতে অন্যরা বোরকা পরা থাকায় আমি তাদের চিনতে পারিনি। এরপর পার্শ্ববর্তী উপজেলা গাবতলির পদ্মপাড়া গ্রামের একটি ভাঙা বাড়ির কক্ষে হাত পা বেঁধে বন্ধ করে রাখে। সন্ধ্যার পর দড়ি খুলে তারা আমাকে ধারালো অস্ত্র প্রদর্শন করে। এ সময় কৌশলে আমি ভাঙা জানালা দিয়ে লাফ দিয়ে দৌড়ে একটি অটোতে গিয়ে উঠি। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা মাইক্রোবাস নিয়ে দ্রুত পালিয়ে যায়।
সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক মো. লাল মিয়া বলেন, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৬ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৬ মিনিট আগে