সিরাজগঞ্জ প্রতিনিধি

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ লক্ষ করা গেছে। যেকোনো উপায়ে ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে বাড়ি ফিরতে দেখা গেছে অসংখ্য মানুষকে।
মহাসড়কজুড়ে তৎপর থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ড্রোন দিয়ে যানবাহন চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে হাটিকুমরুল পর্যন্ত ২২ কিলোমিটার, হাটিকুমরুল থেকে রায়গঞ্জ উপজেলা চান্দাইকোনা এবং হাটিকুমরুল থেকে শাহজাদপুর পর্যন্ত মহাসড়কে সাত শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ছয়টি রেকার প্রস্তুত রাখা হয়েছে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কাজ করবে পুলিশ।
মোটরসাইকেলচালক রনি বলেন, উত্তরা থেকে রওনা হয়েছি ভোর ৫টায়। টাঙ্গাইলে তীব্র যানজটের কবলে পড়তে হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজায় ২ ঘণ্টা আটকে ছিলাম। দুপুর ১২টায় সিরাজগঞ্জের কড্ডার মোড়ে এসে পৌঁছলাম। মোটরসাইকেল টোল এলাকার সিস্টেম ভালো না। অনেক সময় লাগছে সেতু পার হতে। প্রচুর সংখ্যক মোটরসাইকেল সেতুর পূর্ব পাশে টোল প্লাজায় আটকে পড়ে আছে।’
ঢাকার গাউছিয়া থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়াগামী বাসযাত্রী আবুল কালাম বলেন, বিশাল যানজটের কবলে পড়তে হয়েছে। ছোট ছেলে, স্ত্রী নিয়ে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকে থাকতে হয়েছে। রাত ১১টায় রওনা হয়েছি, এখন দুপুর ১২টা বাজে সিরাজগঞ্জের কড্ডায় এসে পৌঁছালাম।’
পিকআপ ভ্যানের চালক আইয়ুব আলী বলেন, ‘টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জের কড্ডায় আসতে চার ঘণ্টা সময় লেগেছে। সেতুর পূর্ব পাড়ে আটকে ছিলাম। প্রচুর জ্যাম। তবে সিরাজগঞ্জে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, সেতুর পশ্চিম থেকে উত্তরের মহাসড়কে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। তবে সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ লক্ষ করা গেছে। যেকোনো উপায়ে ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে বাড়ি ফিরতে দেখা গেছে অসংখ্য মানুষকে।
মহাসড়কজুড়ে তৎপর থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ড্রোন দিয়ে যানবাহন চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে হাটিকুমরুল পর্যন্ত ২২ কিলোমিটার, হাটিকুমরুল থেকে রায়গঞ্জ উপজেলা চান্দাইকোনা এবং হাটিকুমরুল থেকে শাহজাদপুর পর্যন্ত মহাসড়কে সাত শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ছয়টি রেকার প্রস্তুত রাখা হয়েছে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কাজ করবে পুলিশ।
মোটরসাইকেলচালক রনি বলেন, উত্তরা থেকে রওনা হয়েছি ভোর ৫টায়। টাঙ্গাইলে তীব্র যানজটের কবলে পড়তে হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজায় ২ ঘণ্টা আটকে ছিলাম। দুপুর ১২টায় সিরাজগঞ্জের কড্ডার মোড়ে এসে পৌঁছলাম। মোটরসাইকেল টোল এলাকার সিস্টেম ভালো না। অনেক সময় লাগছে সেতু পার হতে। প্রচুর সংখ্যক মোটরসাইকেল সেতুর পূর্ব পাশে টোল প্লাজায় আটকে পড়ে আছে।’
ঢাকার গাউছিয়া থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়াগামী বাসযাত্রী আবুল কালাম বলেন, বিশাল যানজটের কবলে পড়তে হয়েছে। ছোট ছেলে, স্ত্রী নিয়ে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকে থাকতে হয়েছে। রাত ১১টায় রওনা হয়েছি, এখন দুপুর ১২টা বাজে সিরাজগঞ্জের কড্ডায় এসে পৌঁছালাম।’
পিকআপ ভ্যানের চালক আইয়ুব আলী বলেন, ‘টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জের কড্ডায় আসতে চার ঘণ্টা সময় লেগেছে। সেতুর পূর্ব পাড়ে আটকে ছিলাম। প্রচুর জ্যাম। তবে সিরাজগঞ্জে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, সেতুর পশ্চিম থেকে উত্তরের মহাসড়কে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। তবে সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে।

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৭ মিনিট আগে
চট্টগ্রামে চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় মুবিনুল ইসলাম নয়ন (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে ২৪ ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি।
১ ঘণ্টা আগে
দেশনেত্রী খালেদা জিয়া একটা কথা বলে গেছেন—বাংলাদেশ হবে রেইনবো নেশন। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, দেশ হবে সকলের। সব রং মিলে রংধনু হয়েছে, সেই দেশকে দেখতে চেয়েছিলেন দেশনেত্রী খালেদা জিয়া।
২ ঘণ্টা আগে