বগুড়া প্রতিনিধি

ভাড়াটিয়া হিসেবে একটি মাদ্রাসার পরিচালনা পর্ষদ গঠনসভা ভন্ডুল করতে গিয়ে ধারালো অস্ত্রসহ জনতার হাতে আটক হয়েছেন ছাত্রলীগের ৯ কর্মী। পরে তাদের নামে মামলা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বেরুঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ওই ৯ জনকে আটক করা হয়। তাদের পুলিশে সোপর্দ করার পর থানায় আটক ৯ জনসহ ১২ জনের নামে মামলা দায়ের হয়েছে।
আটককৃতরা হরেন ফয়সাল রহমান, মোরশেদ, মুমিনুল ইসলাম আকাশ, নাদিম শেখছে অপু, নুরনবী, প্রেম, সাদিকুল, আবু নিশাত ও মহিবুল হক পারভেজ।
তারা সকলে বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার বাসিন্দা এবং বগুড়া জেলা ছাত্রলীগের কর্মী।
বেরুঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার সফির উদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, গত শনিবার মাদরাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচনের লক্ষ্যে সভা আহ্বান করা হয়। পরিচালনা পর্ষদের সভাপতি মামুদুর রহমানের সভাপতিত্বে সেই সভা শুরু হওয়ার পর দুপুরের দিকে অন্তত ২৫ জনের এক দল যুবক হাসুয়া, চাপাতি, স্টিলের লাঠি, বর্মিজ চাকু, লাঠি শোঠাসহ মাদ্রাসায় ঢুকে ভাঙচুর শুরু করে।
একপর্যায়ে তারা সভাপতিসহ সভায় উপস্থিত সদস্যদের মারপিট করে অফিস কক্ষ থেকে বের করে মাঠে নিয়ে যায়। এ সময় চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে গিয়ে ধারালো অস্ত্রসহ ওই ৯ জনকে আটক করে। অন্যরা ভয়ে পালিয়ে যায়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সেখানে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় দুটি পক্ষের বিরোধ ছিল। একপক্ষ শহর থেকে ভাড়াটিয়া হিসেবে তাদেরকে সেখানে নিয়ে যায়। তারা লাঠিসোঁটা নিয়ে অভিভাবক সদস্য নির্বাচন প্রক্রিয়া ভন্ডুল করতে ভেতরে ঢোকে। এসময় এলাকার লোকজন গিয়ে ওই ৯ জনকে আটক করে। তাদের শরীর তল্লাশি করে বেশ কয়েকটি হাসুয়া, বার্মিজ চাকু ও চাপাতি উদ্ধার করা হয়। শনিবার রাতেই এই ঘটনায় মামলা দায়ের করা হয়। তাদের সেই মামলায় রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।’
বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, ‘ওই যুবকদের মধ্যে ফয়সাল ছাত্রলীগের কর্মী। সে দলীয় কোনো পদে না থাকলেও বিভিন্ন সভা-সমাবেশে থাকে। অন্য যারা আটক হয়েছে তারা ছাত্রলীগের কেউ না, তবে শুনেছি তারা ফয়সালের সঙ্গে থাকে।’

ভাড়াটিয়া হিসেবে একটি মাদ্রাসার পরিচালনা পর্ষদ গঠনসভা ভন্ডুল করতে গিয়ে ধারালো অস্ত্রসহ জনতার হাতে আটক হয়েছেন ছাত্রলীগের ৯ কর্মী। পরে তাদের নামে মামলা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বেরুঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ওই ৯ জনকে আটক করা হয়। তাদের পুলিশে সোপর্দ করার পর থানায় আটক ৯ জনসহ ১২ জনের নামে মামলা দায়ের হয়েছে।
আটককৃতরা হরেন ফয়সাল রহমান, মোরশেদ, মুমিনুল ইসলাম আকাশ, নাদিম শেখছে অপু, নুরনবী, প্রেম, সাদিকুল, আবু নিশাত ও মহিবুল হক পারভেজ।
তারা সকলে বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার বাসিন্দা এবং বগুড়া জেলা ছাত্রলীগের কর্মী।
বেরুঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার সফির উদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, গত শনিবার মাদরাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচনের লক্ষ্যে সভা আহ্বান করা হয়। পরিচালনা পর্ষদের সভাপতি মামুদুর রহমানের সভাপতিত্বে সেই সভা শুরু হওয়ার পর দুপুরের দিকে অন্তত ২৫ জনের এক দল যুবক হাসুয়া, চাপাতি, স্টিলের লাঠি, বর্মিজ চাকু, লাঠি শোঠাসহ মাদ্রাসায় ঢুকে ভাঙচুর শুরু করে।
একপর্যায়ে তারা সভাপতিসহ সভায় উপস্থিত সদস্যদের মারপিট করে অফিস কক্ষ থেকে বের করে মাঠে নিয়ে যায়। এ সময় চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে গিয়ে ধারালো অস্ত্রসহ ওই ৯ জনকে আটক করে। অন্যরা ভয়ে পালিয়ে যায়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সেখানে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় দুটি পক্ষের বিরোধ ছিল। একপক্ষ শহর থেকে ভাড়াটিয়া হিসেবে তাদেরকে সেখানে নিয়ে যায়। তারা লাঠিসোঁটা নিয়ে অভিভাবক সদস্য নির্বাচন প্রক্রিয়া ভন্ডুল করতে ভেতরে ঢোকে। এসময় এলাকার লোকজন গিয়ে ওই ৯ জনকে আটক করে। তাদের শরীর তল্লাশি করে বেশ কয়েকটি হাসুয়া, বার্মিজ চাকু ও চাপাতি উদ্ধার করা হয়। শনিবার রাতেই এই ঘটনায় মামলা দায়ের করা হয়। তাদের সেই মামলায় রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।’
বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, ‘ওই যুবকদের মধ্যে ফয়সাল ছাত্রলীগের কর্মী। সে দলীয় কোনো পদে না থাকলেও বিভিন্ন সভা-সমাবেশে থাকে। অন্য যারা আটক হয়েছে তারা ছাত্রলীগের কেউ না, তবে শুনেছি তারা ফয়সালের সঙ্গে থাকে।’

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
১৩ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
২৫ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
৩৯ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে