নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ২০ কেজি ওজনের বাঘাইড় দেখতে মাছের বাজারে ভিড় করছেন মানুষ। বিক্রেতা দাম হাঁকিয়েছেন ১ হাজার ২০০ টাকা কেজি।
গাইবান্ধা থেকে আসা শামসুল হক বিক্রির উদ্দেশ্যে ২০ কেজি ওজনের এই বাঘাইড়, ১৩ কেজি ওজনের বোয়াল এবং ১০ কেজি ওজনের কাতল মাছ নিয়ে আসেন উপজেলা সদরে। তিনি বলেন, এই মাছগুলো যমুনা নদীতে ধরা। গাইবান্ধার ফুলছড়ি ঘাট থেকে নিয়ে এসেছি।
বিক্রেতা কাতল মাছের দাম হাঁকান ৮০০ টাকা কেজি, বাঘাইড়ের দাম হাঁকান ১ হাজার ২০০ টাকা কেজি এবং বোয়ালের দাম হাঁকান ১ হাজার ২০০ টাকা কেজি।
১০ কেজি ওজনের কাতল বিক্রি করেন ৫০০ টাকা কেজি ও বোয়াল মাছ বিক্রি করেন ৭০০ টাকা কেজি দরে।
মাছ দেখতে ভিড় করা ভাদরন্ড গ্রামের আসাদুল ইসলাম বলেন, ‘এত বড় মাছ এর আগে দেখিনি।’ মাছ নিবেন কি না প্রশ্ন করলে তিনি বলেন, ‘নেওয়ার সামর্থ্য নেই তাই দাঁড়িয়ে দেখছি।’
১৩ কেজি ওজনের মাছ বোয়ালের ক্রেতা পাঁড়ইল গ্রামের সৈয়দ মুজিব বলেন, ‘বড় বেয়াল মাছ সচরাচর আমাদের এলাকায় পাওয়া যায় না। হাতের কাছে পেয়ে লোভ সামলাতে পারলাম না। ৭০০ টাকা কেজি দরে বোয়াল মাছ নিয়ে নিলাম।’
স্থানীয় মাছ বিক্রেতা শহিদুল ধলু বলেন, ‘বড় মাছ আমাদের এলাকায় কম দেখা যায়। বড় মাছের স্বাদই অন্যরকম!’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ কেজি ওজনের বাঘাইড়ের দাম ৬৫০ টাকা উঠেছিল। তবে মাছ বিক্রেতা ৮০০ টাকা কেজি হলে ছেড়ে দিবেন বলে জানান।

নওগাঁর নিয়ামতপুরে ২০ কেজি ওজনের বাঘাইড় দেখতে মাছের বাজারে ভিড় করছেন মানুষ। বিক্রেতা দাম হাঁকিয়েছেন ১ হাজার ২০০ টাকা কেজি।
গাইবান্ধা থেকে আসা শামসুল হক বিক্রির উদ্দেশ্যে ২০ কেজি ওজনের এই বাঘাইড়, ১৩ কেজি ওজনের বোয়াল এবং ১০ কেজি ওজনের কাতল মাছ নিয়ে আসেন উপজেলা সদরে। তিনি বলেন, এই মাছগুলো যমুনা নদীতে ধরা। গাইবান্ধার ফুলছড়ি ঘাট থেকে নিয়ে এসেছি।
বিক্রেতা কাতল মাছের দাম হাঁকান ৮০০ টাকা কেজি, বাঘাইড়ের দাম হাঁকান ১ হাজার ২০০ টাকা কেজি এবং বোয়ালের দাম হাঁকান ১ হাজার ২০০ টাকা কেজি।
১০ কেজি ওজনের কাতল বিক্রি করেন ৫০০ টাকা কেজি ও বোয়াল মাছ বিক্রি করেন ৭০০ টাকা কেজি দরে।
মাছ দেখতে ভিড় করা ভাদরন্ড গ্রামের আসাদুল ইসলাম বলেন, ‘এত বড় মাছ এর আগে দেখিনি।’ মাছ নিবেন কি না প্রশ্ন করলে তিনি বলেন, ‘নেওয়ার সামর্থ্য নেই তাই দাঁড়িয়ে দেখছি।’
১৩ কেজি ওজনের মাছ বোয়ালের ক্রেতা পাঁড়ইল গ্রামের সৈয়দ মুজিব বলেন, ‘বড় বেয়াল মাছ সচরাচর আমাদের এলাকায় পাওয়া যায় না। হাতের কাছে পেয়ে লোভ সামলাতে পারলাম না। ৭০০ টাকা কেজি দরে বোয়াল মাছ নিয়ে নিলাম।’
স্থানীয় মাছ বিক্রেতা শহিদুল ধলু বলেন, ‘বড় মাছ আমাদের এলাকায় কম দেখা যায়। বড় মাছের স্বাদই অন্যরকম!’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ কেজি ওজনের বাঘাইড়ের দাম ৬৫০ টাকা উঠেছিল। তবে মাছ বিক্রেতা ৮০০ টাকা কেজি হলে ছেড়ে দিবেন বলে জানান।

ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
১৬ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
১৮ মিনিট আগে
শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
২১ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে