রাবি প্রতিনিধি

কদিন আগেই কাতার বিশ্বকাপ-২০২২-এর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয় করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর্জেন্টিনার জয়ের খুশিতে ভূরিভোজের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে গরু ও খাসি খাওয়ানো হবে। আজ বুধবার দুপুর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন।
ভূরিভোজের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যান ক্লাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠ প্রাঙ্গণে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে। এতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর্জেন্টিনা সমর্থকদের ১০০ টাকা এবং ব্রাজিল ও অন্য দলের সমর্থকদের ৯৯ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বুধবার দুপুর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
এ বিষয়ে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসাদুল্লা-হিল-গালিব বলেন, ‘এই আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী অংশ নিতে পারবেন। এ জন্য ন্যূনতম রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে। আমরা খাওয়াদাওয়াসহ আনন্দ করতে চাই। সবাইকে নিয়ে একটা উৎসব হবে।’
এর আগে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল খেলার দিন (১৮ ডিসেম্বর) দুপুরে আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে খাসি নিয়ে আনন্দ মিছিল করে সংগঠনটি। মিছিলে তাঁরা স্লোগান দেয়, ‘কাপ পাবে মেসি, আমরা খাব খাসি’। ওই খাসিসহ আরেকটি গরু দিয়ে তাঁরা ভূরিভোজের আয়োজন করেছে।
উল্লেখ্য, বিশ্বকাপের শুরুর দিকে সমর্থকদের নিয়ে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের কমিটি গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আসাদুল্লা হিল-গালিব সভাপতি ও নাহিদুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরে বিভিন্ন হল ও অনুষদের কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি বিশ্বকাপ শুরুর দিন প্রিয় দলকে শুভকামনা জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেছিল। ইতিমধ্যে সেই শোভাযাত্রার একটি ছবি আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল পেজে জায়গা করে নিয়েছে।

কদিন আগেই কাতার বিশ্বকাপ-২০২২-এর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয় করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর্জেন্টিনার জয়ের খুশিতে ভূরিভোজের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে গরু ও খাসি খাওয়ানো হবে। আজ বুধবার দুপুর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন।
ভূরিভোজের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যান ক্লাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠ প্রাঙ্গণে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে। এতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর্জেন্টিনা সমর্থকদের ১০০ টাকা এবং ব্রাজিল ও অন্য দলের সমর্থকদের ৯৯ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বুধবার দুপুর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
এ বিষয়ে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসাদুল্লা-হিল-গালিব বলেন, ‘এই আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী অংশ নিতে পারবেন। এ জন্য ন্যূনতম রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে। আমরা খাওয়াদাওয়াসহ আনন্দ করতে চাই। সবাইকে নিয়ে একটা উৎসব হবে।’
এর আগে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল খেলার দিন (১৮ ডিসেম্বর) দুপুরে আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে খাসি নিয়ে আনন্দ মিছিল করে সংগঠনটি। মিছিলে তাঁরা স্লোগান দেয়, ‘কাপ পাবে মেসি, আমরা খাব খাসি’। ওই খাসিসহ আরেকটি গরু দিয়ে তাঁরা ভূরিভোজের আয়োজন করেছে।
উল্লেখ্য, বিশ্বকাপের শুরুর দিকে সমর্থকদের নিয়ে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের কমিটি গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আসাদুল্লা হিল-গালিব সভাপতি ও নাহিদুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরে বিভিন্ন হল ও অনুষদের কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি বিশ্বকাপ শুরুর দিন প্রিয় দলকে শুভকামনা জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেছিল। ইতিমধ্যে সেই শোভাযাত্রার একটি ছবি আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল পেজে জায়গা করে নিয়েছে।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৪ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২৪ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৬ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে